মুম্বই : হিন্দু ভাবাবেগে আঘাত করছে 'সড়ক 2'-এর পোস্টার । এই অভিযোগ তুলে মামলা দায়ের করা হল মুকেশ ভাট ও মহেশ ভাটের বিরুদ্ধে । বাদ যাননি আলিয়া ভাটও । মামলার পরবর্তী শুনানি 8 জুলাই ।
উত্তরপ্রদেশের সিকান্দরপুরের বাসিন্দা আচার্য চন্দ্র কিশোর পরাশর গতকাল এই সংক্রান্ত একটি মামলা দায়ের করেন । এ প্রসঙ্গে তাঁর আইনজীবী সোনু কুমার জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির 295-র এ ও 120-র বি ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।
কিন্তু, কেন এই অভিযোগ ? কয়েকদিন আগেই মুক্তি পায় 'সড়ক 2'-এর নতুন পোস্টার । সেখানে কৈলাস পর্বতের ছবি তুলে ধরা হয়েছে । তা হিন্দু ধর্মের জন্য যথেষ্ট অপমানজনক বলে মনে করেন চন্দ্র কিশোর । এ প্রসঙ্গে তাঁর আইনজীবী বলেন, "কৈলাসের মানস সরোবর হিন্দুদের পবিত্র একটি স্থান, যেখানে শিবশম্ভুর বাস, বলেই লোককথায় প্রচলিত রয়েছে । সেই পর্বতের ছবি নিয়ে ঠাট্টা চলছে । পোস্টারের এই ছবি হিন্দু ভাবাবেগকে আঘাত করছে ।" 8 জুলাই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ কুমার ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
দীর্ঘ 20 বছর পর এই ছবি দিয়েই আবার বলিউডে পরিচালক হিসেবে ফিরছেন মহেশ ভাট । ছবিটি প্রযোজনা করেন মুকেশ ভাট । 1991 সালে মুক্তি পায় ‘সড়ক’। এই ছবি তারই সিকুয়েল । পুরোনো ছবিতে কাজ করেছিলেন পূজা ভাট ও সঞ্জয় দত্ত । আর এই ছবিতে আদিত্য রয় কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া । রয়েছেন যিশু সেনগুপ্তও ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে এমনিতেই নেটিজ়েনদের রোষের মুখে পড়েছিলেন আলিয়া ও মহেশ দু'জনেই । সুশান্তের রিউমর্ড গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশের ঘনিষ্ঠতা নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করে । রিয়ার সঙ্গে সুশান্তের সম্পর্ক ভাঙার জন্য অনেকেই দায়ি করেন মহেশকে । যদিও অভিনেতার মৃত্যুর পর দু'সপ্তাহ কেটে গেলেও এখনও কারণ জানা যায়নি । তদন্ত করছে পুলিশ । চলছে জিজ্ঞাসাবাদও । কিন্তু, জিজ্ঞাসাবাদের জন্য এখনও ডেকে পাঠানো হয়নি মহেশকে । এই পরিস্থিতির মধ্যেই প্রকাশ করা হয় ছবির নতুন পোস্টার । এমনকী, এই ছবির ডিজিটাল মুক্তির কথাও ঘোষণা করা হয় । তার মাঝেই ছবি বয়কটের ডাক দেন সুশান্ত অনুরাগীরা ।