ETV Bharat / sitara

পাপারাৎজ়িদের পাশে এবার রোহিত - রোহিত শেট্টির খবর

নিম্ন ও মধ্যবিত্ত পাপারাৎজ়িদের পাশে দাঁড়ালেন রোহিত শেট্টি । হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য ।

rohit shetty funds paparazzi
rohit shetty funds paparazzi
author img

By

Published : Apr 16, 2020, 4:26 PM IST

মুম্বই : লকডাউনের ফলে পাপারাৎজ়িদের জীবন খুবই সংকটের মধ্যে । নিজেদের তোলা ছবি বিক্রি করেই সংসার চলে তাঁদের । কোরোনার মোকাবিলা করতে পাপারাৎজ়িরা নিজেরাও বাড়িতে আর তাঁরা যাঁদের ছবি তোলেন, সেই সব তারকারাও বাড়িতে । এই অবস্থায় এগিয়ে এলেন রোহিত শেট্টি । নিম্ন ও মধ্যবিত্ত পাপারাৎজ়িদের হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

রোহিত এই সমস্ত ফোটোগ্রাফারদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছেন । পরিচালকের এই পদক্ষেপে সোশাল মিডিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন একাধিক পাপারাৎজ়ি, এই সময় যাঁদের এই টাকাটার খুবই প্রয়োজন ছিল ।

rohit shetty funds paparazzi
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

তবে এই প্রথম নয়, লকডাউনের ফলে দিন আনি দিন খাই মানুষগুলোর পাশে আগেই দাঁড়িয়েছেন রোহিত । ডেইলি ওয়েজ ওয়ার্কারদের হাতে তুলে দিয়েছেন 51 লক্ষ টাকা ।

গতকাল পাপারাৎজ়িদের পাশে ইন্ডাস্ট্রি থেকে প্রথম দাঁড়ান হৃতিক রোশন । তিনিই প্রথম নজর করেন এই অসহায় অবহেলিত মানুষগুলোকে, যাঁদের কোনও ট্রেড ইউনিয়ন নেই, নেই কোনও ফিল্ম অ্যাসোসিয়েশনের সঙ্গ । হৃতিকের পথ ধরে এবার রোহিত হাঁটলেন, হাসি ফোটালেন অনেকগুলো মানুষের মুখে ।

মুম্বই : লকডাউনের ফলে পাপারাৎজ়িদের জীবন খুবই সংকটের মধ্যে । নিজেদের তোলা ছবি বিক্রি করেই সংসার চলে তাঁদের । কোরোনার মোকাবিলা করতে পাপারাৎজ়িরা নিজেরাও বাড়িতে আর তাঁরা যাঁদের ছবি তোলেন, সেই সব তারকারাও বাড়িতে । এই অবস্থায় এগিয়ে এলেন রোহিত শেট্টি । নিম্ন ও মধ্যবিত্ত পাপারাৎজ়িদের হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

রোহিত এই সমস্ত ফোটোগ্রাফারদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছেন । পরিচালকের এই পদক্ষেপে সোশাল মিডিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন একাধিক পাপারাৎজ়ি, এই সময় যাঁদের এই টাকাটার খুবই প্রয়োজন ছিল ।

rohit shetty funds paparazzi
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

তবে এই প্রথম নয়, লকডাউনের ফলে দিন আনি দিন খাই মানুষগুলোর পাশে আগেই দাঁড়িয়েছেন রোহিত । ডেইলি ওয়েজ ওয়ার্কারদের হাতে তুলে দিয়েছেন 51 লক্ষ টাকা ।

গতকাল পাপারাৎজ়িদের পাশে ইন্ডাস্ট্রি থেকে প্রথম দাঁড়ান হৃতিক রোশন । তিনিই প্রথম নজর করেন এই অসহায় অবহেলিত মানুষগুলোকে, যাঁদের কোনও ট্রেড ইউনিয়ন নেই, নেই কোনও ফিল্ম অ্যাসোসিয়েশনের সঙ্গ । হৃতিকের পথ ধরে এবার রোহিত হাঁটলেন, হাসি ফোটালেন অনেকগুলো মানুষের মুখে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.