ETV Bharat / sitara

পিছোলো 'সুপার ৩০'-র মুক্তি, কঙ্গনা বললেন পুরোটাই পরিকল্পিত - Bollywood

২৬ জুলাই মুক্তি পাচ্ছে না হৃত্বিক রোশন অভিনীত 'সুপার ৩০'। খুশি কঙ্গনা রানাওয়াত।

কঙ্গনা রানাওয়াত
author img

By

Published : May 9, 2019, 9:55 PM IST

অবশেষে পিছিয়ে গেল 'সুপার ৩০' ছবির মুক্তি। ২৬ জুলাই মুক্তি পাচ্ছে না হৃত্বিক রোশন অভিনীত ছবিটি। কঙ্গনা রানাওয়াত অভিনীত 'মেন্টাল হ্যায় কেয়া' ছবিটির সঙ্গে একই দিনে 'সুপার ৩০' মুক্তি পাওয়া নিয়ে মিডিয়ায় ক'দিন ধরে যে "সার্কাস" চলছে সেটা আর নিতে পারছেন না হৃত্বিক, নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এমনটাই জানালেন তিনি।

নিজের সেই পোস্টে হৃত্বিক লিখেছেন, "আমি চাই না আমার ছবি শুধুমাত্র মিডিয়ার সার্কাস দ্বারা চিহ্নিত হোক, সেটা আমি হতে দিতে পারি না। তাই 'সুপার ৩০'-র মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

হৃত্বিকের এই সিদ্ধান্তে খুশি কঙ্গনা। তিনি বললেন, "ছবির মুক্তি পিছোনোর সিদ্ধান্ত আগের সপ্তাহতেই নিয়েছিল ওঁরা। জানি না ও (হৃত্বিক) কেন এই সমস্ত গল্প বানাচ্ছিল। যাই হোক আমি খুশি যে ওইদিন একমাত্র 'মেন্টাল হ্যায় কেয়া' মুক্তি পাচ্ছে।"

আবার একবার কঙ্গনা ও হৃত্বিকের ফেস-অফ মিডিয়াকে উশকে দিয়েছিল। আর এই অবস্থায় হৃত্বিক ট্রমার মধ্যে চলে যাচ্ছিলেন, আর নিতে পারছিলেন না এই মানসিক অত্যাচার। তাঁর পোস্টে এইসব কথারও উল্লেখ আছে। তবে তিনি চান যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পাক তাঁর ছবি।

অবশেষে পিছিয়ে গেল 'সুপার ৩০' ছবির মুক্তি। ২৬ জুলাই মুক্তি পাচ্ছে না হৃত্বিক রোশন অভিনীত ছবিটি। কঙ্গনা রানাওয়াত অভিনীত 'মেন্টাল হ্যায় কেয়া' ছবিটির সঙ্গে একই দিনে 'সুপার ৩০' মুক্তি পাওয়া নিয়ে মিডিয়ায় ক'দিন ধরে যে "সার্কাস" চলছে সেটা আর নিতে পারছেন না হৃত্বিক, নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এমনটাই জানালেন তিনি।

নিজের সেই পোস্টে হৃত্বিক লিখেছেন, "আমি চাই না আমার ছবি শুধুমাত্র মিডিয়ার সার্কাস দ্বারা চিহ্নিত হোক, সেটা আমি হতে দিতে পারি না। তাই 'সুপার ৩০'-র মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

হৃত্বিকের এই সিদ্ধান্তে খুশি কঙ্গনা। তিনি বললেন, "ছবির মুক্তি পিছোনোর সিদ্ধান্ত আগের সপ্তাহতেই নিয়েছিল ওঁরা। জানি না ও (হৃত্বিক) কেন এই সমস্ত গল্প বানাচ্ছিল। যাই হোক আমি খুশি যে ওইদিন একমাত্র 'মেন্টাল হ্যায় কেয়া' মুক্তি পাচ্ছে।"

আবার একবার কঙ্গনা ও হৃত্বিকের ফেস-অফ মিডিয়াকে উশকে দিয়েছিল। আর এই অবস্থায় হৃত্বিক ট্রমার মধ্যে চলে যাচ্ছিলেন, আর নিতে পারছিলেন না এই মানসিক অত্যাচার। তাঁর পোস্টে এইসব কথারও উল্লেখ আছে। তবে তিনি চান যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পাক তাঁর ছবি।

Intro:Body:

পিছোলো 'সুপার ৩০'-র মুক্তি, কঙ্গনা বললেন পুরোটাই পরিকল্পিত



অবশেষে পিছিয়ে গেল 'সুপার ৩০' ছবির মুক্তি। ২৬ জুলাই মুক্তি পাচ্ছে না হৃত্বিক রোশন অভিনীত ছবিটি। কঙ্গনা রানাওয়াত অভিনীত 'মেন্টাল হ্যায় কেয়া' ছবিটির সঙ্গে একই দিনে 'সুপার ৩০' মুক্তি পাওয়া নিয়ে মিডিয়ায় ক'দিন ধরে যে "সার্কাস" চলছে সেটা আর নিতে পারছেন না হৃত্বিক, নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এমনটাই জানালেন তিনি।



নিজের সেই পোস্টে হৃত্বিক লিখেছেন, "আমি চাই না আমার ছবি শুধুমাত্র মিডিয়ার সার্কাস দ্বারা চিহ্নিত হোক, সেটা আমি হতে দিতে পারি না। তাই 'সুপার ৩০'-র মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"



হৃত্বিকের এই সিদ্ধান্তে খুশি কঙ্গনা। তিনি বললেন, "ছবির মুক্তি পিছোনোর সিদ্ধান্ত আগের সপ্তাহতেই নিয়েছিল ওঁরা। জানি না ও (হৃত্বিক) কেন এই সমস্ত গল্প বানাচ্ছিল। যাই হোক আমি খুশি যে ওইদিন একমাত্র 'মেন্টাল হ্যায় কেয়া' মুক্তি পাচ্ছে।"



আবার একবার কঙ্গনা ও হৃত্বিকের ফেস-অফ মিডিয়াকে উশকে দিয়েছিল। আর এই অবস্থায় হৃত্বিক ট্রমার মধ্যে চলে যাচ্ছিলেন, আর নিতে পারছিলেন না এই মানসিক অত্যাচার। তাঁর পোস্টে এইসব কথারও উল্লেখ আছে। তবে তিনি চান যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পাক তাঁর ছবি।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.