ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুর 1 মাস পর হোয়াটসঅ্যাপের ডিপি বদল রিয়ার - Rhea WhatsApp display photo

সুশান্তের মৃত্যুর পর কেটে গিয়েছে এক মাস । তার মধ্যেই নিজের হোয়াটসঅ্যাপের ডিসপ্লে ফোটো পরিবর্তন করলেন রিয়া । সুশান্তের সঙ্গে তোলা তাঁর হাসিখুশি মুহূর্তের একটি পুরোনো ছবি পোস্ট করেন তিনি ।

োে্
োে্
author img

By

Published : Jul 14, 2020, 10:51 AM IST

মুম্বই : দেখতে দেখতে কেটে গিয়েছে একটা মাস । প্রিয়জনদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সুশান্ত সিং রাজপুত । যদিও প্রাণবন্ত ছেলেটা যে নেই সেটা যেন মন থেকে মেনে নিতে পারছেন না অনেকেই । আর তার মধ্যেই নিজের হোয়াটস অ্যাপের ডিসপ্লে ফোটো পরিবর্তন করলেন তাঁর রিউমর্ড গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী ।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । এক ঝলকে থমকে গিয়েছিল রবিবাসরীয় দুপুরটা । প্রাণবন্ত অভিনেতার আত্মহত্যার খবর নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকেই । তার সঙ্গে উঠে এসেছিল একাধিক প্রশ্ন । আসলে একজন সফল অভিনেতা কেন আত্মহননের পথ বেছে নিলেন সেটাই এখনও বুঝতে পারেননি কেউই । ঘনিষ্ঠদের দাবি, ইন্ডাস্ট্রির মধ্যে কোণঠাসা হয়েই এই পথ বেছে নিয়েছেন তিনি । আবারও কারও মতে সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই পদক্ষেপ করেন সুশান্ত । যদিও আত্মহত্যার আসল কারণ এখনও অজানা । আর তা জানার চেষ্টা করছে পুলিশ । জারি রয়েছে তদন্ত ।

তদন্তের সময় বারবার আলোচনায় উঠে আসে রিয়ার নাম । লকডাউনের মধ্যে নাকি সুশান্তের সঙ্গেই ছিলেন তিনি । অভিনেতার মৃত্যুর রহস্য উদঘাটন করতে জেরা করা হয় তাঁকেও । তাঁর সম্পর্কে অনেক নেতিবাচক কথাতে ভরে যায় সোশাল মিডিয়া । সুশান্তের মৃত্যুর জন্য কেউ কেউ দায়ি করেছেন তাঁকেও ।

এদিকে এই পরিস্থিতির মধ্যেই নিজের হোয়াটসঅ্যাপের ডিসপ্লে ফোটো পরিবর্তন করলেন রিয়া । সুশান্তের সঙ্গে তোলা তাঁর হাসিখুশি মুহূর্তের একটি পুরোনো ছবি পোস্ট করেন তিনি । নেটিজ়েনদের একাংশের অনুমান, অভিনেতার মৃত্যুর 1 মাস পূরণ হয়েছে । সেই স্মৃতিচারণার জন্যই ছবি বদলেছেন রিয়া । দু'জনেই ক্যামেরাবন্দী হয়েছেন হাসিখুশি মেজাজে । যদিও সুশান্তের মৃত্যুর পর থেকেই সোশাল মিডিয়ায় তেমন একটা সক্রিয় হতে দেখা যায়নি রিয়াকে । তাঁর ইনস্টাগ্রামে শেষ পোস্ট করা হয়েছিল 14 জুন । ঠিক একমাসের মাথায় সুশান্তের সঙ্গে তোলা এই পুরোনো ছবি পোস্ট করলেন তিনি ।

fs
রিয়ার হোয়াটসঅ্যাপের ডিপি

সুশান্তের মৃত্যুর পর শোনা গিয়েছিল সামনে বছরই নাকি বিয়ে করার কথা ছিল তাঁর । আর এই খবর নিশ্চিত করেছিলেন তাঁর বাবা কৃষ্ণ কুমার সিং । যদিও পাত্রীর কথা জানা নেই কারও । এমনকী, রিয়ার কথাও কখনও ছেলের মুখে শোনেননি বলে জানিয়েছিলেন তিনি । যদিও সেই সব জল্পনাকেই পিছনে ফেলে না ফেরার দেশে পাড়ি দিলেন সুশান্ত ।

মুম্বই : দেখতে দেখতে কেটে গিয়েছে একটা মাস । প্রিয়জনদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সুশান্ত সিং রাজপুত । যদিও প্রাণবন্ত ছেলেটা যে নেই সেটা যেন মন থেকে মেনে নিতে পারছেন না অনেকেই । আর তার মধ্যেই নিজের হোয়াটস অ্যাপের ডিসপ্লে ফোটো পরিবর্তন করলেন তাঁর রিউমর্ড গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী ।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । এক ঝলকে থমকে গিয়েছিল রবিবাসরীয় দুপুরটা । প্রাণবন্ত অভিনেতার আত্মহত্যার খবর নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকেই । তার সঙ্গে উঠে এসেছিল একাধিক প্রশ্ন । আসলে একজন সফল অভিনেতা কেন আত্মহননের পথ বেছে নিলেন সেটাই এখনও বুঝতে পারেননি কেউই । ঘনিষ্ঠদের দাবি, ইন্ডাস্ট্রির মধ্যে কোণঠাসা হয়েই এই পথ বেছে নিয়েছেন তিনি । আবারও কারও মতে সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই পদক্ষেপ করেন সুশান্ত । যদিও আত্মহত্যার আসল কারণ এখনও অজানা । আর তা জানার চেষ্টা করছে পুলিশ । জারি রয়েছে তদন্ত ।

তদন্তের সময় বারবার আলোচনায় উঠে আসে রিয়ার নাম । লকডাউনের মধ্যে নাকি সুশান্তের সঙ্গেই ছিলেন তিনি । অভিনেতার মৃত্যুর রহস্য উদঘাটন করতে জেরা করা হয় তাঁকেও । তাঁর সম্পর্কে অনেক নেতিবাচক কথাতে ভরে যায় সোশাল মিডিয়া । সুশান্তের মৃত্যুর জন্য কেউ কেউ দায়ি করেছেন তাঁকেও ।

এদিকে এই পরিস্থিতির মধ্যেই নিজের হোয়াটসঅ্যাপের ডিসপ্লে ফোটো পরিবর্তন করলেন রিয়া । সুশান্তের সঙ্গে তোলা তাঁর হাসিখুশি মুহূর্তের একটি পুরোনো ছবি পোস্ট করেন তিনি । নেটিজ়েনদের একাংশের অনুমান, অভিনেতার মৃত্যুর 1 মাস পূরণ হয়েছে । সেই স্মৃতিচারণার জন্যই ছবি বদলেছেন রিয়া । দু'জনেই ক্যামেরাবন্দী হয়েছেন হাসিখুশি মেজাজে । যদিও সুশান্তের মৃত্যুর পর থেকেই সোশাল মিডিয়ায় তেমন একটা সক্রিয় হতে দেখা যায়নি রিয়াকে । তাঁর ইনস্টাগ্রামে শেষ পোস্ট করা হয়েছিল 14 জুন । ঠিক একমাসের মাথায় সুশান্তের সঙ্গে তোলা এই পুরোনো ছবি পোস্ট করলেন তিনি ।

fs
রিয়ার হোয়াটসঅ্যাপের ডিপি

সুশান্তের মৃত্যুর পর শোনা গিয়েছিল সামনে বছরই নাকি বিয়ে করার কথা ছিল তাঁর । আর এই খবর নিশ্চিত করেছিলেন তাঁর বাবা কৃষ্ণ কুমার সিং । যদিও পাত্রীর কথা জানা নেই কারও । এমনকী, রিয়ার কথাও কখনও ছেলের মুখে শোনেননি বলে জানিয়েছিলেন তিনি । যদিও সেই সব জল্পনাকেই পিছনে ফেলে না ফেরার দেশে পাড়ি দিলেন সুশান্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.