মুম্বই : রুমি জাফরি পরিচালিত 'চেহরে'-তে অমিতাভ বচ্চন ও ইমরান হাসমির লুক আগেই সামনে এসেছে । এবার সামনে এল রিয়া চক্রবর্তীর লুক । হালকা মেকআপে সুন্দর লাগছে অভিনেত্রীকে ।
গতকাল জন্মদিনের দিনই রিয়ার লুক সামনে আনা হল । রিয়া নিজেও সেই ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ।
এই সংক্রান্ত খবর : 'চেহরে'-র প্রথম চেহারা দেখালেন অমিতাভ
অমিতাভ ও ইমরানের লুক আগেই ভক্তদের তাক লাগিয়েছে । দর্শকরা উত্তেজিত ছবিটি নিয়েও । রুমি জাফরির পরিচালনায় এই প্রথম বিগ-বি ও ইমরান হাসমি একসঙ্গে কাজ করছেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই সংক্রান্ত খবর : 'চেহরে'-র শুটিং বদলে দিল অমিতাভের বহু পুরোনো অভ্যেস
'চেহেরে' ছবির প্রযোজনা করছেন আনন্দ পন্ডিত মোশন পিকচার্স অ্যান্ড সরস্বতী এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড । ছবিটি 21 ফেব্রুয়ারি 2020-তে মুক্তি পাবে ।