ETV Bharat / sitara

সুশান্ত মামলায় আজই রিয়াকে জিজ্ঞাসাবাদ করবে ED - সুশান্ত সিং রাজপুত মামলা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় আজই রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করবে ED ।

ED questions Rhea chakrabarty
ED questions Rhea chakrabarty
author img

By

Published : Aug 7, 2020, 10:38 AM IST

Updated : Aug 7, 2020, 10:47 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সম্প্রতি CBI-এর কাছে গেছে । রিয়া চক্রবর্তী সহ ছ'জনের বিরুদ্ধে পুনরায় FIR দায়ের করেছে CBI । এদিকে রিয়াকে আজই জিজ্ঞাসাবাদ করববে ED ।

সুশান্তের মামলায় বেশ কিছু দিক সামনে উঠে এসেছে । প্রথমত সুশান্তের প্রোফেশানল প্রতিদ্বন্দ্বিতার কথা, দ্বিতীয়ত সুশান্তের ব্যক্তিগত জীবন এবং তৃতীয়ত সুশান্তের বেশ কিছু সন্দেহজনক আর্থিক লেনদেন । সেই লেনদেন সংক্রান্ত তদন্ত সামলাচ্ছে ED ।

এর আগে সুশান্তের চাটার্ড অ্যাকাউন্টেন্ট ও ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে জিজ্ঞাসাবাদ করেছে ED । এবার পালা রিয়ার । যদিও তিনি কোথায় রয়েছেন সেটা সঠিক জানা যাচ্ছে না, তবে ED-র অফিসে আসার জন্য তাঁকে মুম্বই আসতেই হবে ।

ED questions Rhea chakrabarty
.

সুশান্তের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল । তার মধ্যে দু'টি অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা ট্রান্সফার হয়েছে নাম না জানা অন্য কোনও অ্যাকাউন্টে । গত তিন বছরে নাকি প্রায় 50 কোটি টাকা উইথড্র করা হয়েছে সুশান্তের অ্যাকাউন্ট থেকে । ED-র সন্দেহ যে, সেই টাকা রিয়া ও তাঁর ভাই শোভিক চক্রবর্তীর কাছে গেছে । তাই তলব অভিনেত্রীকে ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সম্প্রতি CBI-এর কাছে গেছে । রিয়া চক্রবর্তী সহ ছ'জনের বিরুদ্ধে পুনরায় FIR দায়ের করেছে CBI । এদিকে রিয়াকে আজই জিজ্ঞাসাবাদ করববে ED ।

সুশান্তের মামলায় বেশ কিছু দিক সামনে উঠে এসেছে । প্রথমত সুশান্তের প্রোফেশানল প্রতিদ্বন্দ্বিতার কথা, দ্বিতীয়ত সুশান্তের ব্যক্তিগত জীবন এবং তৃতীয়ত সুশান্তের বেশ কিছু সন্দেহজনক আর্থিক লেনদেন । সেই লেনদেন সংক্রান্ত তদন্ত সামলাচ্ছে ED ।

এর আগে সুশান্তের চাটার্ড অ্যাকাউন্টেন্ট ও ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে জিজ্ঞাসাবাদ করেছে ED । এবার পালা রিয়ার । যদিও তিনি কোথায় রয়েছেন সেটা সঠিক জানা যাচ্ছে না, তবে ED-র অফিসে আসার জন্য তাঁকে মুম্বই আসতেই হবে ।

ED questions Rhea chakrabarty
.

সুশান্তের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল । তার মধ্যে দু'টি অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা ট্রান্সফার হয়েছে নাম না জানা অন্য কোনও অ্যাকাউন্টে । গত তিন বছরে নাকি প্রায় 50 কোটি টাকা উইথড্র করা হয়েছে সুশান্তের অ্যাকাউন্ট থেকে । ED-র সন্দেহ যে, সেই টাকা রিয়া ও তাঁর ভাই শোভিক চক্রবর্তীর কাছে গেছে । তাই তলব অভিনেত্রীকে ।

Last Updated : Aug 7, 2020, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.