ETV Bharat / sitara

আজ সকাল 10 টায় ফের NCB অফিস যাবেন রিয়া - রিয়া চক্রবর্তীর খবর

বার বার তিনবার । এই নিয়ে তৃতীয়বার নারকোটিক্স কন্ট্রোল বিওরোর দপ্তরে (NCB) আসবেন রিয়া চক্রবর্তী । আজ অর্থাৎ 8 সেপ্টেম্বর সকাল 10 টা নাগাদ তিনি পৌঁছবেন NCB অফিসে ।

rhea chakrabarty to appear before NCB
rhea chakrabarty to appear before NCB
author img

By

Published : Sep 8, 2020, 7:43 AM IST

মুম্বই : পরপর দু'দিন NCB আধিকারিকদের মুখোমুখি হয়েছেন রিয়া চক্রবর্তী । গতকাল ধরে নেওয়া হয়েছিল যে, গ্রেপ্তার করা হবে অভিনেত্রীকে । তবে তা হয়নি । 8 ঘণ্টা জেরার পর ফিরে গেছেন তিনি । তাই বলে এখনই ছাড় নেই রিয়ার । আজ ফের সকাল 10 টা নাগাদ NCB-র অফিসে পৌঁছবেন তিনি । তাঁর বক্তব্যে নাকি বেশ কিছু অসঙ্গতি পেয়েছে NCB আধিকারিকরা ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রিয়ার বয়ানে বলিউডের বেশ কিছু প্রথম সারির অভিনেতার নামও উঠে এসেছে । তবে তাঁদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তিনি এনেছেন তা জানা যায়নি । রিয়াকে জেরা করা শেষ হলে NCB তলব করবে অভিযুক্তদের ।

এদিকে সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং ও এক চিকিৎসক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানালেন রিয়া চক্রবর্তী । FIR দায়েরের আবেদন করেছেন অভিনেত্রী । ভারতীয় দণ্ডবিধি, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক সাবসট্যান্সেস অ্যাক্ট ও টেলিমেডিসিন প্র্যাকটিস গাইডলাইন্স অনুযায়ী তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করার অনুরোধ করেছেন তিনি ।

আরও পড়ুন : বিষক্রিয়ায় মৃত্যু সুশান্তের ? জানা যাবে 10দিন পর

অভিযোগপত্রে রিয়া জানান, দিল্লির আরএমএল হাসপাতালের চিকিৎসক তরুণ কুমারের দেওয়া একটি প্রেসক্রিপশন সুশান্তকে পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা । সুশান্তকে না দেখে, তাঁর সঙ্গে কথা না বলে সমস্যার কথা না জেনে কীভাবে তিনি ওষুধ লিখে দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়া ।

সব মিলিয়ে বেশ জটিল অবস্থায় রয়েছে সুশান্ত মামলা । দিন দিন ঘনীভূত হচ্ছে রহস্য ।

মুম্বই : পরপর দু'দিন NCB আধিকারিকদের মুখোমুখি হয়েছেন রিয়া চক্রবর্তী । গতকাল ধরে নেওয়া হয়েছিল যে, গ্রেপ্তার করা হবে অভিনেত্রীকে । তবে তা হয়নি । 8 ঘণ্টা জেরার পর ফিরে গেছেন তিনি । তাই বলে এখনই ছাড় নেই রিয়ার । আজ ফের সকাল 10 টা নাগাদ NCB-র অফিসে পৌঁছবেন তিনি । তাঁর বক্তব্যে নাকি বেশ কিছু অসঙ্গতি পেয়েছে NCB আধিকারিকরা ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রিয়ার বয়ানে বলিউডের বেশ কিছু প্রথম সারির অভিনেতার নামও উঠে এসেছে । তবে তাঁদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তিনি এনেছেন তা জানা যায়নি । রিয়াকে জেরা করা শেষ হলে NCB তলব করবে অভিযুক্তদের ।

এদিকে সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং ও এক চিকিৎসক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানালেন রিয়া চক্রবর্তী । FIR দায়েরের আবেদন করেছেন অভিনেত্রী । ভারতীয় দণ্ডবিধি, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক সাবসট্যান্সেস অ্যাক্ট ও টেলিমেডিসিন প্র্যাকটিস গাইডলাইন্স অনুযায়ী তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করার অনুরোধ করেছেন তিনি ।

আরও পড়ুন : বিষক্রিয়ায় মৃত্যু সুশান্তের ? জানা যাবে 10দিন পর

অভিযোগপত্রে রিয়া জানান, দিল্লির আরএমএল হাসপাতালের চিকিৎসক তরুণ কুমারের দেওয়া একটি প্রেসক্রিপশন সুশান্তকে পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা । সুশান্তকে না দেখে, তাঁর সঙ্গে কথা না বলে সমস্যার কথা না জেনে কীভাবে তিনি ওষুধ লিখে দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়া ।

সব মিলিয়ে বেশ জটিল অবস্থায় রয়েছে সুশান্ত মামলা । দিন দিন ঘনীভূত হচ্ছে রহস্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.