ETV Bharat / sitara

NCB অফিসে রিয়া - রিয়া চক্রবর্তীর খবর

বার বার তিনবার । এই নিয়ে তৃতীয়বার নারকোটিক্স কন্ট্রোল বিওরোর দপ্তরে (NCB) এলেন রিয়া চক্রবর্তী । আজ অর্থাৎ 8 সেপ্টেম্বর সকাল 10 টা নাগাদ তিনি পৌঁছলেন NCB অফিসে ।

Rhea chkarabarty reached NCB Office
Rhea chkarabarty reached NCB Office
author img

By

Published : Sep 8, 2020, 11:07 AM IST

মুম্বই : পরপর দু'দিন NCB আধিকারিকদের মুখোমুখি হয়েছেন রিয়া চক্রবর্তী । গতকাল ধরে নেওয়া হয়েছিল যে, গ্রেপ্তার করা হবে অভিনেত্রীকে । তবে তা হয়নি । 8 ঘণ্টা জেরার পর ফিরে গেছেন তিনি । তাই বলে এখনই ছাড় নেই রিয়ার । আজ ফের সকাল 10 টা নাগাদ NCB-র অফিসে পৌঁছে গেছেন তিনি । তাঁর বক্তব্যে নাকি বেশ কিছু অসঙ্গতি পেয়েছে NCB আধিকারিকরা ।

গাড়ির কাচ কাগজ দিয়ে ঢাকা, ক্যামেরার আড়ালে নিজেকে লুকিয়ে NCB অফিস চত্বরে ঢুকলেন রিয়া । পরনে কালো ঢোলা পোশাক, মুখে মাস্ক ।

রিয়ার উপস্থিতি বুঝতে পেরেই চিৎকার শুরু করেন ক্যামেরাম্যানরা । ততক্ষণে রিয়া সটান ঢুকে গেছেন অফিসে । আর দেখা নেই তাঁর । দেখে নিন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো..

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রিয়ার বয়ানে বলিউডের বেশ কিছু প্রথম সারির অভিনেতার নামও উঠে এসেছে । তবে তাঁদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তিনি এনেছেন তা জানা যায়নি । রিয়াকে জেরা করা শেষ হলে NCB তলব করবে অভিযুক্তদের ।

মুম্বই : পরপর দু'দিন NCB আধিকারিকদের মুখোমুখি হয়েছেন রিয়া চক্রবর্তী । গতকাল ধরে নেওয়া হয়েছিল যে, গ্রেপ্তার করা হবে অভিনেত্রীকে । তবে তা হয়নি । 8 ঘণ্টা জেরার পর ফিরে গেছেন তিনি । তাই বলে এখনই ছাড় নেই রিয়ার । আজ ফের সকাল 10 টা নাগাদ NCB-র অফিসে পৌঁছে গেছেন তিনি । তাঁর বক্তব্যে নাকি বেশ কিছু অসঙ্গতি পেয়েছে NCB আধিকারিকরা ।

গাড়ির কাচ কাগজ দিয়ে ঢাকা, ক্যামেরার আড়ালে নিজেকে লুকিয়ে NCB অফিস চত্বরে ঢুকলেন রিয়া । পরনে কালো ঢোলা পোশাক, মুখে মাস্ক ।

রিয়ার উপস্থিতি বুঝতে পেরেই চিৎকার শুরু করেন ক্যামেরাম্যানরা । ততক্ষণে রিয়া সটান ঢুকে গেছেন অফিসে । আর দেখা নেই তাঁর । দেখে নিন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো..

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রিয়ার বয়ানে বলিউডের বেশ কিছু প্রথম সারির অভিনেতার নামও উঠে এসেছে । তবে তাঁদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তিনি এনেছেন তা জানা যায়নি । রিয়াকে জেরা করা শেষ হলে NCB তলব করবে অভিযুক্তদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.