ETV Bharat / sitara

এখন কেমন আছেন রেমো ? স্ত্রী জানালেন... - রেমো ডিসুজ়ার খবর

হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি হয়েছেন কোরিওগ্রাফার রেমো ডিসুজ়া । আজ কেমন আছেন তিনি ? স্ত্রী লিজ়েলা ডিসুজ়া জানালেন, "চিকিৎসায় ভালো রকম সাড়া দিচ্ছে রেমো" ।

Remo Dsouza latest news
Remo Dsouza latest news
author img

By

Published : Dec 12, 2020, 11:51 AM IST

মুম্বই : গতকাল অর্থাৎ 11 ডিসেম্বরের ঘটনা । হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি হন কোরিওগ্রাফার রেমো ডিসুজ়া । আলোর গতিতে এই খবর ছড়িয়ে পড়ে চতুর্দিকে । আজ কেমন আছেন তিনি ?

স্ত্রী লিজ়েলা ডিসুজ়া এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানালেন, "ও এখনও ICU-তেই আছে । তবে জ্ঞান রয়েছে । তাছাড়া চিকিৎসায় ভালো রকম সাড়া দিচ্ছে রেমো ।"

Remo Dsouza latest news
স্ত্রীয়ের সঙ্গে রেমো

হার্টে বেশ কয়েকটি ব্লকেজ ধরা পড়ে এই জনপ্রিয় কোরিওগ্রাফারের । চিকিৎসকরা অ্যাঞ্জিওগ্রাফি করার পর তাঁকে কোকিলাবেন হাসপাতালের ICU-তে রাখা হয় । ডাক্তারদের তরফ থেকে বলা হয় যে, আগামী 24 ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ রেমোর জন্য ।

কোরিওগ্রাফির পাশাপাশি সম্প্রতি কয়েকটি ছবি পরিচালনাও করেছেন রেমো । তার মধ্যে 'স্ট্রিট ডান্সার থ্রিডি', 'এবিসিডি', 'এবিসিডি2' ও 'আ ফ্লাইং জাট' অন্যতম । এছাড়াও বিভিন্ন ডান্স রিয়েলিটি শোয়ের বিচারকের আসনেও দেখা যেত রেমোকে । ফিটনেস ফ্রিক রেমোর এহেন অসুস্থতার কথা জানতে পেরে বিচলিত বলিউড ।

মুম্বই : গতকাল অর্থাৎ 11 ডিসেম্বরের ঘটনা । হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি হন কোরিওগ্রাফার রেমো ডিসুজ়া । আলোর গতিতে এই খবর ছড়িয়ে পড়ে চতুর্দিকে । আজ কেমন আছেন তিনি ?

স্ত্রী লিজ়েলা ডিসুজ়া এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানালেন, "ও এখনও ICU-তেই আছে । তবে জ্ঞান রয়েছে । তাছাড়া চিকিৎসায় ভালো রকম সাড়া দিচ্ছে রেমো ।"

Remo Dsouza latest news
স্ত্রীয়ের সঙ্গে রেমো

হার্টে বেশ কয়েকটি ব্লকেজ ধরা পড়ে এই জনপ্রিয় কোরিওগ্রাফারের । চিকিৎসকরা অ্যাঞ্জিওগ্রাফি করার পর তাঁকে কোকিলাবেন হাসপাতালের ICU-তে রাখা হয় । ডাক্তারদের তরফ থেকে বলা হয় যে, আগামী 24 ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ রেমোর জন্য ।

কোরিওগ্রাফির পাশাপাশি সম্প্রতি কয়েকটি ছবি পরিচালনাও করেছেন রেমো । তার মধ্যে 'স্ট্রিট ডান্সার থ্রিডি', 'এবিসিডি', 'এবিসিডি2' ও 'আ ফ্লাইং জাট' অন্যতম । এছাড়াও বিভিন্ন ডান্স রিয়েলিটি শোয়ের বিচারকের আসনেও দেখা যেত রেমোকে । ফিটনেস ফ্রিক রেমোর এহেন অসুস্থতার কথা জানতে পেরে বিচলিত বলিউড ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.