ETV Bharat / sitara

'বিক্রম বেদা'-র রিমেকে পুলিশের চরিত্রে সইফ - saif ali khan playing cop in vikram vedha

2017-তে মুক্তি পেয়েছিল তামিল ছবি 'বিক্রম বেদা'। সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন ও বিজয় সেতুপতি । সৎ পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে দেখা গিয়েছিল মাধবনকে । অন্যদিকে গ্যাংস্টার বেদার চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় । হিন্দি রিমেকে পুলিশের চরিত্রে দেখা যাবে সইফকে । আর গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক ।

asd
sdf
author img

By

Published : Jan 20, 2021, 1:55 PM IST

মুম্বই : হৃত্বিক রোশনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সইফ আলি খান । তামিল ছবি 'বিক্রম বেদা'-র হিন্দি রিমেকে দেখা যাবে তাঁদের । ছবিতে একজন নিপাট ভালো মানুষের চরিত্রে দেখা যাবে সইফকে । আর এই ধরনের চরিত্র করতে পেরে খুবই খুশি বলে জানিয়েছেন তিনি ।

2017-তে মুক্তি পেয়েছিল তামিল ছবি 'বিক্রম বেদা'। সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন ও বিজয় সেতুপতি । সৎ পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে দেখা গিয়েছিল মাধবনকে । অন্যদিকে গ্যাংস্টার বেদার চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় । হিন্দি রিমেকে পুলিশের চরিত্রে দেখা যাবে সইফকে । আর গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে 'বিক্রম বেদা' নিয়ে কথা বলার সময় সইফ বলেন, "এই ছবিতে একজন আদর্শ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে আমাকে । সেই চরিত্রকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায় তার চেষ্টা করব । তবে একজন ভালো মানুষের চরিত্রে অভিনয় করতে পারাটা আমার কাছে একটা বড় পরিবর্তন ।"

বেদা এমন একজন গ্যাংস্টার যাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে । কিন্তু, প্রতিবারই সুযোগ বুঝে জেল থেকে পালিয়ে গিয়েছে সে । আর বিক্রমের মতো একজন সৎ পুলিশ অফিসারের দৌলতে কখনও বেশি দিনের জন্য সে পালিয়ে বাঁচতে পারেনি ।

প্রথমে বেদার চরিত্রে অভিনয় করার কথা ছিল আমির খানের । কিন্তু, পরে এই ছবি থেকে বেরিয়ে যান তিনি । এরপরই এই ছবির সঙ্গে যুক্ত হন হৃত্বিক । ছবিটি পরিচালনা করবেন পুস্কর-গায়েত্রী । প্রযোজনা করবেন নীরজ পান্ডে । শীঘ্রই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ।

মুম্বই : হৃত্বিক রোশনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সইফ আলি খান । তামিল ছবি 'বিক্রম বেদা'-র হিন্দি রিমেকে দেখা যাবে তাঁদের । ছবিতে একজন নিপাট ভালো মানুষের চরিত্রে দেখা যাবে সইফকে । আর এই ধরনের চরিত্র করতে পেরে খুবই খুশি বলে জানিয়েছেন তিনি ।

2017-তে মুক্তি পেয়েছিল তামিল ছবি 'বিক্রম বেদা'। সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন ও বিজয় সেতুপতি । সৎ পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে দেখা গিয়েছিল মাধবনকে । অন্যদিকে গ্যাংস্টার বেদার চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় । হিন্দি রিমেকে পুলিশের চরিত্রে দেখা যাবে সইফকে । আর গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে 'বিক্রম বেদা' নিয়ে কথা বলার সময় সইফ বলেন, "এই ছবিতে একজন আদর্শ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে আমাকে । সেই চরিত্রকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায় তার চেষ্টা করব । তবে একজন ভালো মানুষের চরিত্রে অভিনয় করতে পারাটা আমার কাছে একটা বড় পরিবর্তন ।"

বেদা এমন একজন গ্যাংস্টার যাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে । কিন্তু, প্রতিবারই সুযোগ বুঝে জেল থেকে পালিয়ে গিয়েছে সে । আর বিক্রমের মতো একজন সৎ পুলিশ অফিসারের দৌলতে কখনও বেশি দিনের জন্য সে পালিয়ে বাঁচতে পারেনি ।

প্রথমে বেদার চরিত্রে অভিনয় করার কথা ছিল আমির খানের । কিন্তু, পরে এই ছবি থেকে বেরিয়ে যান তিনি । এরপরই এই ছবির সঙ্গে যুক্ত হন হৃত্বিক । ছবিটি পরিচালনা করবেন পুস্কর-গায়েত্রী । প্রযোজনা করবেন নীরজ পান্ডে । শীঘ্রই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.