মুম্বই : দীপাবলি উপলক্ষ্যে নিজেদের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা । তার মধ্যে সোনম কাপুর, অমিতাভ বচ্চন অন্যতম । ওইদিন তাঁদের বাড়িতে উপস্থিত হয়েছিলেন বলিউডের একাধিক নক্ষত্র । শুধুমাত্র দেখতে পাওয়া যায়নি দীপিকা পাডুকোন ও রণবীর সিংকে । কোনও পার্টিতেই যাননি তাঁরা ।
দীপাবলির দিন দেখা গিয়েছিল বলিউডের একাধিক নক্ষত্রকে । তাঁরা কেমন সেজেছিলেন তা দেখার জন্য উৎসুখ ছিলেন ফ্যানরা । যদিও এ বিষয়ে নিরাশ হতে হয় দীপিকা ও রণবীরের ফ্যানদের । কারণ ওইদিনটা পরিবারের সঙ্গেই কাটাবেন বলে ঠিক করেছিলেন এই তারকা দম্পতি ।
জানা গেছে, সিং ও পাডুকোন পরিবারের সদস্যরা একসঙ্গে দীপাবলি পালন করেছেন । পরিবারের সব সদস্যই উপস্থিত ছিলেন মুম্বইতে । গোটা দিনটি একসঙ্গে কাটান তাঁরা । আসলে শুটিং নিয়ে বছরের প্রতিটি দিন ব্যস্ত থাকেন দীপিকা-রণবীর । পরিবারের সঙ্গে কাটানোর মতো কোনও সময় পান না তাঁরা । আর সেই কারণেই পরিবারের সঙ্গে কাটানোর জন্য দীপাবলিকেই বেছে নেন ।
গতবছর 14 নভেম্বর ইট্যালির লেক কোমোতে বিয়ে সারেন দীপিকা-রণবীর । পাঁচ বছর ধরে প্রেম করার পর সাত পাকে বাঁধা পড়েন তাঁরা ।
কাজের দিক থেকে আপাতত 'ছপাক' ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা । এছাড়া সঞ্জয় লীলা বনশালির 'মহাভারত' ছবিতেও দেখা যাবে তাঁকে । ওই ছবিতে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন তিনি । আর ছবির মূল বিষয় হল দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে বলা দেখানো হবে মহাভারতের গল্প । যা আগে কখনওই হয়নি । অন্যদিকে, সম্প্রতি '৮৩' ছবির শুটিং শেষ করেছেন রণবীর । ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে তাঁকে ।