মুম্বই : 'গালি বয়'-র পর রণবীর আর আলিয়াকে একসঙ্গে বড় পরদায় দেখতে মুখিয়ে দর্শক । জুটি হিসেবে তাঁরা এমন একটা উচ্চতা তৈরি করেছেন যে, প্রত্যাশা অনেক গুণ বেড়ে গেছে । এবার করণ পরিচালিত লাভ স্টোরিতে নায়ক-নায়িকার ভূমিকায় থাকবেন রণবীর আর আলিয়া ।
শোনা যাচ্ছে 2021 সালের এপ্রিল মাস থেকে শুরু হবে এই ছবির শুটিং । এবং তার আগে শুধুমাত্র এই ছবির জন্য একটি ওয়ার্কশপ করবেন রণবীর ।
ইন্ডাস্ট্রিতে দশ বছর কাটিয়ে রণবীর নিজেকে প্রমাণ করেছেন । এখনও প্রতি ছবিতে তিনি নতুন কোনও দাগ কাটতে চান, নিজেকেই নিজে চ্যালেঞ্জ করেন । কোনও চরিত্রে অভিনয় করার আগে তিনি চরিত্রটির সঙ্গে মানসিকভাবে থাকতে শুরু করেন, জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যান । আর তার ছাপ পড়ে রণবীরের অভিনয়ে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
করণের লাভস্টোরিতেও তার ব্যতিক্রম হবে না বোঝাই যাচ্ছে । 25 দিনের একটি ওয়ার্কশপে যোগ দেবেন রণবীর । ততদিনে আলিয়াও 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র শুটিং শেষ করে ফেলবেন । তারপর দু'জনে একসঙ্গে শুরু করবেন শুটিং ।
তবে এই লাভস্টোরির নাম বা মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি ।