ETV Bharat / sitara

ফিরে দেখা দশ বছরের স্ট্রাগল, আজ ইন্ডাস্ট্রির প্রথম সারিতে রণবীর সিং - রণবীর সিংয়ের খবর

দেখতে দেখতে এই ইন্ডাস্ট্রিতে দশ বছর কাটিয়ে ফেললেন রণবীর সিং । আজ থেকে দশ বছর আগে আজকেই মুক্তি পেয়েছিল 'ব্যান্ড বাজা বরাত' । প্রথম ছবিটাই যশরাজের ব্যানারে । প্রত্যাশা পূরণের চাপ ছিল প্রবল । তবে রণবীর সিং করে দেখিয়েছেন...পরিশ্রম, প্যাশন আর চর্চার মাধ্যমে আজ ইন্ডাস্ট্রির প্রথম সারিতে সিং ।

Ranveer singh 10 years in industry
Ranveer singh 10 years in industry
author img

By

Published : Dec 10, 2020, 9:20 AM IST

মুম্বই : রণবীর সিং এখন বলিউডের একটা ব্র্যান্ড । শুধু তাঁর অভিনয় নয়, তাঁর এনার্জি, তাঁর উদ্দামতা, তাঁর ফ্যাশন সেন্স..এই সবকিছুই আজ বহুচর্চিত বিষয় । তবে কয়েকবছর আগেও অবস্থাটা এমন ছিল না । তখন বলা হত, দীপিকা পাড়ুকোনের আলো ছাড়া রণবীরের কোনও গতি নেই । নিজের জেদ আর ক্ষমতায় সেই ধারণাকে বদলেছেন সিং ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রণবীর বললেন, "আমার প্রথম ছবির প্রথম শুক্রবার থেকে আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে যা যা হয়েছে পুরোটাই কল্পনার অতীত । আমি স্বপ্নেও ভাবিনি আমার নিজের জীবন এবং আমার চারপাশের মানুষগুলোর জীবন এমন হবে ।"

Ranveer singh 10 years in industry
.

সাড়ে তিন বছর একটা ব্রেকের জন্য ঘুরেছিলেন রণবীর । অফিসে অফিসে নিজের পোর্টফোলিও নিয়ে ঘুরেছেন তিনি, প্রত্যাখ্যাত হয়েছেন । একটু একটু করে আশার আলো কমতে থাকে তাঁর । তারপর একদিন যেন ম্যাজিকের রণবীরের কাছে আসে 'ব্যান্ড বাজা বরাত'-এর অফার ।

"আমি মানুষের মনে একজন এন্টারটেনার হিসেবে থাকতে চাই । এমন একজন ভার্সেটাইল অভিনেতা, যার ঝুলিতে ভারতের বেশ কয়েকটা সেরা ছবি থাকবে । "...স্বপ্নে ভরা চোখে বলে চলেন রণবীর ।

মুম্বই : রণবীর সিং এখন বলিউডের একটা ব্র্যান্ড । শুধু তাঁর অভিনয় নয়, তাঁর এনার্জি, তাঁর উদ্দামতা, তাঁর ফ্যাশন সেন্স..এই সবকিছুই আজ বহুচর্চিত বিষয় । তবে কয়েকবছর আগেও অবস্থাটা এমন ছিল না । তখন বলা হত, দীপিকা পাড়ুকোনের আলো ছাড়া রণবীরের কোনও গতি নেই । নিজের জেদ আর ক্ষমতায় সেই ধারণাকে বদলেছেন সিং ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রণবীর বললেন, "আমার প্রথম ছবির প্রথম শুক্রবার থেকে আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে যা যা হয়েছে পুরোটাই কল্পনার অতীত । আমি স্বপ্নেও ভাবিনি আমার নিজের জীবন এবং আমার চারপাশের মানুষগুলোর জীবন এমন হবে ।"

Ranveer singh 10 years in industry
.

সাড়ে তিন বছর একটা ব্রেকের জন্য ঘুরেছিলেন রণবীর । অফিসে অফিসে নিজের পোর্টফোলিও নিয়ে ঘুরেছেন তিনি, প্রত্যাখ্যাত হয়েছেন । একটু একটু করে আশার আলো কমতে থাকে তাঁর । তারপর একদিন যেন ম্যাজিকের রণবীরের কাছে আসে 'ব্যান্ড বাজা বরাত'-এর অফার ।

"আমি মানুষের মনে একজন এন্টারটেনার হিসেবে থাকতে চাই । এমন একজন ভার্সেটাইল অভিনেতা, যার ঝুলিতে ভারতের বেশ কয়েকটা সেরা ছবি থাকবে । "...স্বপ্নে ভরা চোখে বলে চলেন রণবীর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.