ETV Bharat / sitara

ডিসেম্বর মানেই উৎসব, ওয়াইনের গ্লাস হাতে রণবীর - Ranveer Singh celebrates december

ডিসেম্বর মাস মানেই 'ফেসটিভ মান্থ' অর্থাৎ উৎসবের মাস । ওয়ানের গ্লাস হাতে চিয়ার্স বললেন রণবীর সিং ।

Ranveer Singh welcomes december
Ranveer Singh welcomes december
author img

By

Published : Dec 3, 2020, 8:34 AM IST

মুম্বই : উৎসবপ্রেমী মানুষ রণবীর সিং । তাঁর এনার্জি লেভেল কারও সঙ্গে মেলানো যায় না । যে কোনও জায়গায়, যে কোনও পরিস্থিতিতে এন্টারটেইন করতে শুরু করে দেন তিনি । আর এটা ডিসেম্বর মাস, উৎসবের মাস । তাই এখন থেকেই রণবীরের সেলিব্রেশন শুরু ।

ওয়াইনের গ্লাস হাতে সবাইকে চিয়ার্স বললেন সিং । এই মাসটা যেন সবার জীবনে আলো নিয়ে আসে, সমৃদ্ধি নিয়ে আসে, প্রার্থনা করলেন তিনি ।

ইনস্টাগ্রামে একটি বুমেরাং ভিডিয়ো শেয়ার করেছেন রণবীর । দেখে নিন...

সৌজন্যে রণবীরের ইনস্টাগ্রাম

রণবীরকে আজকাল মাঝেমধ্য়েই দীপিকা পাড়ুকোনের শুটিংয়ে সঙ্গ দিতে দেখা যাচ্ছে । দীপিকা আপাতত শকুন বতরার ছবির জন্য সারা মুম্বই জুড়ে শুট করছেন । কয়েকদিন ধরে গেটওয়ে অফ ইন্ডিয়া দিয়ে সমুদ্রবক্ষে শুটিং করতে যাচ্ছেন অভিনেত্রী আর তাঁকে সি-অফ করতে যাচ্ছেন রণবীর ।

এছাড়া রণবীর নিজেও '83','জয়েশভাই জোরদার','সার্কাস'-এর মতো বড় ব্যানারের ছবি করছেন । '83' তো মুক্তির জন্য রেডি । সিনেমা হলের দর্শকের আনাগোনা একটু স্বাভাবিক হলেই রিলিজ় করবে কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামা ।

মুম্বই : উৎসবপ্রেমী মানুষ রণবীর সিং । তাঁর এনার্জি লেভেল কারও সঙ্গে মেলানো যায় না । যে কোনও জায়গায়, যে কোনও পরিস্থিতিতে এন্টারটেইন করতে শুরু করে দেন তিনি । আর এটা ডিসেম্বর মাস, উৎসবের মাস । তাই এখন থেকেই রণবীরের সেলিব্রেশন শুরু ।

ওয়াইনের গ্লাস হাতে সবাইকে চিয়ার্স বললেন সিং । এই মাসটা যেন সবার জীবনে আলো নিয়ে আসে, সমৃদ্ধি নিয়ে আসে, প্রার্থনা করলেন তিনি ।

ইনস্টাগ্রামে একটি বুমেরাং ভিডিয়ো শেয়ার করেছেন রণবীর । দেখে নিন...

সৌজন্যে রণবীরের ইনস্টাগ্রাম

রণবীরকে আজকাল মাঝেমধ্য়েই দীপিকা পাড়ুকোনের শুটিংয়ে সঙ্গ দিতে দেখা যাচ্ছে । দীপিকা আপাতত শকুন বতরার ছবির জন্য সারা মুম্বই জুড়ে শুট করছেন । কয়েকদিন ধরে গেটওয়ে অফ ইন্ডিয়া দিয়ে সমুদ্রবক্ষে শুটিং করতে যাচ্ছেন অভিনেত্রী আর তাঁকে সি-অফ করতে যাচ্ছেন রণবীর ।

এছাড়া রণবীর নিজেও '83','জয়েশভাই জোরদার','সার্কাস'-এর মতো বড় ব্যানারের ছবি করছেন । '83' তো মুক্তির জন্য রেডি । সিনেমা হলের দর্শকের আনাগোনা একটু স্বাভাবিক হলেই রিলিজ় করবে কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.