ETV Bharat / sitara

'সার্কাস'-এর শুটিং শুরু করলেন রণবীর - Ranveer Singh with Rohit Shetty

রোহিত শেট্টি পরিচালিত 'সার্কাস'-এর শুটিং শুরু করলেন রণবীর সিং । মেহবুব স্টুডিয়োতে শুরু হল 'সার্কাস'-এর জার্নি ।

Ranveer Singh with Rohit Shetty
Ranveer Singh with Rohit Shetty
author img

By

Published : Nov 19, 2020, 7:09 PM IST

মুম্বই : রোহিত শেট্টির পরিচালনায় সিম্বা ছবিতে কাজ করেছিলেন রণবীর সিং । ছবিটি ব্লকবাস্টার হয় । তারপর এই দু'জনের যুগলবন্দীতে নতুন কোনও কাজ দেখার জন্য মুখিয়ে ছিল দর্শক । সেই আশা পূরণ হতে চলেছে । রণবীর শুরু করে দিলেন 'সার্কাস'-এর শুটিং ।

তবে রণবীর বা রোহিত কেউই চাননি খুব শোরগোল করে শুটিংয়ের কথা প্রচার করতে । শান্তিতে পুরো শুটিং শেষ করাটাই তাঁদের লক্ষ্য । শোনা যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে 'সার্কাস'-এর শুটিং শেষ করা পরিকল্পনা রয়েছে নির্মাতাদের । আর সবকিছু ঠিক থাকলে সেই 2021-এর শীতকালে মুক্তি পাবে এই কমেডি ছবি ।

1982 সালে মুক্তিপ্রাপ্ত 'অঙ্গুর'-এর রিমেক 'সার্কাস' ? কিছুদিন আগে এমন গুজব শোনা গেছিল । তবে রোহিত অস্বীকার করেছেন এই খবর । শেক্সপিয়ারের নাটক 'কমেডি অফ এররর্স'-এর বলিউডি রূপান্তর করছেন তিনি, জানা গেছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে ।

এদিকে রোহিতের পরবর্তী ফিল্ম 'সূর্যবংশী' মুক্তির অপেক্ষায় বসে রয়েছে । সিনেমা হলেই মুক্তি পাবে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি । সেখানেও একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে রণবীরকে । 'সিম্বা' অবতারেই ছবিতে একটা ছোট্ট অংশ করেছেন সিং ।

মুম্বই : রোহিত শেট্টির পরিচালনায় সিম্বা ছবিতে কাজ করেছিলেন রণবীর সিং । ছবিটি ব্লকবাস্টার হয় । তারপর এই দু'জনের যুগলবন্দীতে নতুন কোনও কাজ দেখার জন্য মুখিয়ে ছিল দর্শক । সেই আশা পূরণ হতে চলেছে । রণবীর শুরু করে দিলেন 'সার্কাস'-এর শুটিং ।

তবে রণবীর বা রোহিত কেউই চাননি খুব শোরগোল করে শুটিংয়ের কথা প্রচার করতে । শান্তিতে পুরো শুটিং শেষ করাটাই তাঁদের লক্ষ্য । শোনা যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে 'সার্কাস'-এর শুটিং শেষ করা পরিকল্পনা রয়েছে নির্মাতাদের । আর সবকিছু ঠিক থাকলে সেই 2021-এর শীতকালে মুক্তি পাবে এই কমেডি ছবি ।

1982 সালে মুক্তিপ্রাপ্ত 'অঙ্গুর'-এর রিমেক 'সার্কাস' ? কিছুদিন আগে এমন গুজব শোনা গেছিল । তবে রোহিত অস্বীকার করেছেন এই খবর । শেক্সপিয়ারের নাটক 'কমেডি অফ এররর্স'-এর বলিউডি রূপান্তর করছেন তিনি, জানা গেছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে ।

এদিকে রোহিতের পরবর্তী ফিল্ম 'সূর্যবংশী' মুক্তির অপেক্ষায় বসে রয়েছে । সিনেমা হলেই মুক্তি পাবে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি । সেখানেও একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে রণবীরকে । 'সিম্বা' অবতারেই ছবিতে একটা ছোট্ট অংশ করেছেন সিং ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.