ETV Bharat / sitara

গুজরাটি হয়ে গেলেন রণবীর?

রণবীরের ঝুলিতে একের পর এক ছবি। '৮৩'-এ কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই নিয়ে একটা প্রত্যাশা রয়েছে। এবার সেই সঙ্গে তাঁর ঝুলিতে এল আরও একটি চরিত্র। কী সেই চরিত্র?

রণবীর সিং
author img

By

Published : May 27, 2019, 1:02 PM IST

মুম্বই : যশরাজের ব্যানারেই ডেবিউ করেছিলেন রণবীর সিং। 'ব্যান্ড বাজা বরাত' ছবির সেই বিট্টু এখন অনেক অভিজ্ঞতাসম্পন্ন। আলাউদ্দিন খিলজির মতো চরিত্র তিনি করে ফেলেছেন। এবার আবারও সেই যশরাজের ব্যানারেই ফেরা, এক নতুন চরিত্র হয়ে। '৮৩'-র কপিল দেবের পর এবার রণবীর একজন গুজরাটির ভূমিকায়। ছবির নাম 'জয়েশভাই জোরদার'।

রণবীর নিজেও এই চরিত্রটা নিয়ে বেশ উত্তেজিত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, "আমাদের দেশের অন্যতম দক্ষ পরিচালকদের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। তাঁরা যে আমার উপর ভরসা রেখেছেন, তাই জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।"

আরও পড়ুন : 'হ্যারিকেন' হয়ে ওঠার প্রস্তুতি চলছে রণবীরের

ছবির পরিচালক নবাগত, দিভ্যাঙ্গ ঠক্কর। তাঁকে নিয়ে বেশ বিশ্বাসী রণবীর। তিনি বললেন, "স্ক্রিপ্ট লেখার ধরন দেখেই আমি রাজি হয়ে যাই ছবিটা করতে। স্ক্রিপ্টটা একাদিকে মানবিক আর অন্যদিকে কটু। আমি এতদিন অবধি যে লেখাগুলো পড়েছি ছবির জন্য, তার মধ্যে এটাই সবথেকে বলিষ্ঠ মনে হয়েছে।"

'৮৩'-এর পর মুক্তি পাবে 'জয়েশভাই জোরদার'। ২০২০ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে '৮৩'।

মুম্বই : যশরাজের ব্যানারেই ডেবিউ করেছিলেন রণবীর সিং। 'ব্যান্ড বাজা বরাত' ছবির সেই বিট্টু এখন অনেক অভিজ্ঞতাসম্পন্ন। আলাউদ্দিন খিলজির মতো চরিত্র তিনি করে ফেলেছেন। এবার আবারও সেই যশরাজের ব্যানারেই ফেরা, এক নতুন চরিত্র হয়ে। '৮৩'-র কপিল দেবের পর এবার রণবীর একজন গুজরাটির ভূমিকায়। ছবির নাম 'জয়েশভাই জোরদার'।

রণবীর নিজেও এই চরিত্রটা নিয়ে বেশ উত্তেজিত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, "আমাদের দেশের অন্যতম দক্ষ পরিচালকদের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। তাঁরা যে আমার উপর ভরসা রেখেছেন, তাই জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।"

আরও পড়ুন : 'হ্যারিকেন' হয়ে ওঠার প্রস্তুতি চলছে রণবীরের

ছবির পরিচালক নবাগত, দিভ্যাঙ্গ ঠক্কর। তাঁকে নিয়ে বেশ বিশ্বাসী রণবীর। তিনি বললেন, "স্ক্রিপ্ট লেখার ধরন দেখেই আমি রাজি হয়ে যাই ছবিটা করতে। স্ক্রিপ্টটা একাদিকে মানবিক আর অন্যদিকে কটু। আমি এতদিন অবধি যে লেখাগুলো পড়েছি ছবির জন্য, তার মধ্যে এটাই সবথেকে বলিষ্ঠ মনে হয়েছে।"

'৮৩'-এর পর মুক্তি পাবে 'জয়েশভাই জোরদার'। ২০২০ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে '৮৩'।

Intro:Body:

গুজরাটি হয়ে গেলেন রণবীর?



রণবীরের ঝুলিতে একের পর এক ছবি। '৮৩'-এ কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই নিয়ে একটা প্রত্যাশা রয়েছে। এবার সেই সঙ্গে তাঁর ঝুলিতে এল আরও একটি চরিত্র। কী সেই চরিত্র?



মুম্বই : যশরাজের ব্যানারেই ডেবিউ করেছিলেন রণবীর সিং। 'ব্যান্ড বাজা বরাত' ছবির সেই বিট্টু এখন অনেক অভিজ্ঞতাসম্পন্ন। আলাউদ্দিন খিলজির মতো চরিত্র তিনি করে ফেলেছেন। এবার আবারও সেই যশরাজের ব্যানারেই ফেরা, আরও নতুন চরিত্র হয়। '৮৩'-র কপিল দেবের পর এবার রণবীর একজন গুজরাটির ভূমিকায়। ছবির নাম 'জয়েশভাই জোরদার'।



রণবীর নিজেও এই চরিত্রটা নিয়ে বেশ উত্তেজিত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, "আমাদের দেশের অন্যতম দক্ষ পরিচালকদের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। তাঁরা যে আমার উপর ভরসা রেখেছেন, তাই জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।"



ছবির পরিচালক একজন নবাগত পরিচালক, দিভ্যাঙ্গ ঠক্কর। তাঁকে নিয়ে বেশ বিশ্বাসী রণবীর। তিনি বললেন, "স্ক্রিপ্ট লেখার ধরন দেখেই আমি রাজি হয়ে যাই ছবিটা করতে। স্ক্রিপ্টটা একাধারে মানবিক আর অন্যদিকে কটু। আমি এতদিন অবধি যে লেখাগুলো পড়েছি ছবির জন্য, তারমধ্যে এটাই সবথেকে বলিষ্ঠ মনে হয়েছে।"



'৮৩'-এর পর মুক্তি পাবে 'জয়েশভাই জোরদার'। ২০২০ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে '৮৩'।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.