মুম্বই : যশরাজের ব্যানারেই ডেবিউ করেছিলেন রণবীর সিং। 'ব্যান্ড বাজা বরাত' ছবির সেই বিট্টু এখন অনেক অভিজ্ঞতাসম্পন্ন। আলাউদ্দিন খিলজির মতো চরিত্র তিনি করে ফেলেছেন। এবার আবারও সেই যশরাজের ব্যানারেই ফেরা, এক নতুন চরিত্র হয়ে। '৮৩'-র কপিল দেবের পর এবার রণবীর একজন গুজরাটির ভূমিকায়। ছবির নাম 'জয়েশভাই জোরদার'।
রণবীর নিজেও এই চরিত্রটা নিয়ে বেশ উত্তেজিত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, "আমাদের দেশের অন্যতম দক্ষ পরিচালকদের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। তাঁরা যে আমার উপর ভরসা রেখেছেন, তাই জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।"
আরও পড়ুন : 'হ্যারিকেন' হয়ে ওঠার প্রস্তুতি চলছে রণবীরের
ছবির পরিচালক নবাগত, দিভ্যাঙ্গ ঠক্কর। তাঁকে নিয়ে বেশ বিশ্বাসী রণবীর। তিনি বললেন, "স্ক্রিপ্ট লেখার ধরন দেখেই আমি রাজি হয়ে যাই ছবিটা করতে। স্ক্রিপ্টটা একাদিকে মানবিক আর অন্যদিকে কটু। আমি এতদিন অবধি যে লেখাগুলো পড়েছি ছবির জন্য, তার মধ্যে এটাই সবথেকে বলিষ্ঠ মনে হয়েছে।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'৮৩'-এর পর মুক্তি পাবে 'জয়েশভাই জোরদার'। ২০২০ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে '৮৩'।