মুম্বই : কোরোনা পরিস্থিতি ঠিক হতেই বাবা-মায়ের সঙ্গে দেখা করতে বেঙ্গালুরু গিয়েছিলেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন । সম্প্রতি বেঙ্গালুরু থেকে মুম্বই ফেরেন তাঁরা । বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছে এই তারকা দম্পতিকে ।
একই ধরনের পোশাক পরতে দেখা গিয়েছে দীপিকা ও রণবীরকে । কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একই ধরনের কালো মাস্কও পরেন তাঁরা । তবে সবথেকে বেশি নজর কাড়ে রণবীরের পনিটেল । একে অপরের হাত ধরে ট্রলি নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাঁদের ।
পাপারাৎজ়িদের সঙ্গে দীপিকা ও রণবীর দু'জনের সম্পর্ক বেশ ভালো । খুশ মেজাজে পাপারাৎজ়িদের ক্যামেরায় পোজ়ও দেন । যদিও এবার আর তা দেখা যায়নি । খানিক গম্ভীর মুখেই দীপিকার হাত ধরে বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন রণবীর । এরপর গাড়িতে ব্যাগ তুলে সোজা বসে যান সিটে । তবে বসে পাপারাৎজ়িদের উদ্দেশে একবার হাত নাড়েন তিনি । তাও ক্যামেরার দিকে তাকাননি অভিনেতা ।
লকডাউন চলাকালীন মুম্বইতে নিজেদের বাড়িতেই ছিলেন দীপিকা ও রণবীর । একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তাঁরা । রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার, শরীর চর্চা সবই করতে দেখা গিয়েছে তাঁদের । ওই সময় ইনস্টাগ্রামে 'আসক মি এনিথিং' বলে একটি সেশন শুরু করেছিলেন দীপিকা । সেখানে তাঁকে এক নেটিজ়েন প্রশ্ন করেন যে, 'লকডাউন শেষ হওয়ার পর প্রথম কোন কাজটি করতে চান আপনি ?' তার উত্তরে দীপিকা জানিয়েছিলেন, "বেঙ্গালুরুতে বাবা, মা ও বোনের সঙ্গে দেখা করতে যেতে চাই ।" সেই মতোই পরিস্থিতি একটু ভালো হওয়ার সঙ্গে সঙ্গেই বেঙ্গালুরু যান এই তারকা দম্পতি ।
খুব তাড়াতাড়ি শকুন বত্রার পরবর্তী ছবির শুটিং শুরু করবেন দীপিকা । আর শুটিং শুরুর আগে বাবা-মায়ের সঙ্গে দেখা করে এলেন অভিনেত্রী । অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে কবীর খানের '83'। সেখানে কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীরকে । আর রোমি দেবীর চরিত্রে দীপিকা ।