ETV Bharat / sitara

রাস্তায় ঘুরে ঘুরে গান শোনাচ্ছেন রাণু?

author img

By

Published : Sep 20, 2019, 8:53 PM IST

তিনি এখন 'টক অফ দ্য নেশন'। কিন্তু, অনেক স্ট্রাগল করে এই জায়গায় এসে পৌঁছেছেন রাণু মণ্ডল। সেই স্ট্রাগল পিরিয়ডের একটি ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়।

Ranu Mondal news

কলকাতা : তখন হয়তো কেউ সেভাবে নজরই করেননি...আর এখন? রাস্তায় কারায়োকে নিয়ে রাণু মণ্ডলের গাওয়া গান এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

মলিন পোশাক পরে, কাঁধে একটা পুঁটলি নিয়ে ট্যাক্সির সামনে দাঁড়িয়ে গান করছেন রাণু। রফির 'ক্যায়া হুয়া তেরা ওয়াদা' গানটি শোনা যাচ্ছে তাঁর নিজস্ব ভঙ্গিমায়। ট্যাক্সির লোকজন সেই গান শুনছেন কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু কয়েকজন উৎসাহী জনতা রেকর্ড করছেন সেই গান।

ভিডিয়োর ক্যাপশনে লেখা, "এমন কী হয়েছিল যে, রাস্তায় একটি ব্যাগ নিয়ে গান গাইতে বাধ্য হয়েছিলেন তিনি?" আপনারাও দেখে নিন সেই ভিডিয়ো...

কিন্তু এখন সেই সময় অতীত। রাণু মণ্ডল এখন শহরে ফিরে তাঁর বায়োপিক তৈরির প্রস্তুতিতে মন দিয়েছেন। কে জানে..এভাবেই হয়তো ফিরে আসা যায়।

কলকাতা : তখন হয়তো কেউ সেভাবে নজরই করেননি...আর এখন? রাস্তায় কারায়োকে নিয়ে রাণু মণ্ডলের গাওয়া গান এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

মলিন পোশাক পরে, কাঁধে একটা পুঁটলি নিয়ে ট্যাক্সির সামনে দাঁড়িয়ে গান করছেন রাণু। রফির 'ক্যায়া হুয়া তেরা ওয়াদা' গানটি শোনা যাচ্ছে তাঁর নিজস্ব ভঙ্গিমায়। ট্যাক্সির লোকজন সেই গান শুনছেন কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু কয়েকজন উৎসাহী জনতা রেকর্ড করছেন সেই গান।

ভিডিয়োর ক্যাপশনে লেখা, "এমন কী হয়েছিল যে, রাস্তায় একটি ব্যাগ নিয়ে গান গাইতে বাধ্য হয়েছিলেন তিনি?" আপনারাও দেখে নিন সেই ভিডিয়ো...

কিন্তু এখন সেই সময় অতীত। রাণু মণ্ডল এখন শহরে ফিরে তাঁর বায়োপিক তৈরির প্রস্তুতিতে মন দিয়েছেন। কে জানে..এভাবেই হয়তো ফিরে আসা যায়।

Intro:Body:

রাস্তায় ঘুরে ঘুরে গান শোনাচ্ছেন রাণু?



তিনি এখন 'টক অফ দ্য নেশন'। কিন্তু, অনেক স্ট্রাগল করে এই জায়গায় এসে পৌঁছেছেন রাণু মণ্ডল। সেই স্ট্রাগল পিরিয়ডের একটি ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়।



কলকাতা : তখন হয়তো কেউ সেভাবে নজরই করেননি...আর এখন? রাস্তায় কারায়োকে নিয়ে রাণু মণ্ডলের গাওয়া গান এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।



মলিন পোশাক পরে, কাঁধে একটা পুঁটলি নিয়ে ট্যাক্সির সামনে দাঁড়িয়ে গান করছেন রাণু। রফির 'ক্যায়া হুয়া তেরা ওয়াদা' গানটি শোনা যাচ্ছে তাঁর নিজস্ব ভঙ্গিমায়। ট্যাক্সির লোকজন সেই গান শুনছেন কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু কয়েকজন উৎসাহী জনতা রেকর্ড করছেন সেই গান।



ভিডিয়োর ক্যাপশনে লেখা, "এমন কী হয়েছিল যে, রাস্তায় একটি ব্যাগ নিয়ে গান গাইতে বাধ্য হয়েছিলেন তিনি?" আপনারাও দেখে নিন সেই ভিডিয়ো...  






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.