ETV Bharat / sitara

অতীন্দ্রকে নিয়েই ছবির মিউজ়িক লঞ্চে পৌঁছলেন রাণু

author img

By

Published : Sep 11, 2019, 6:21 PM IST

Updated : Sep 12, 2019, 5:42 PM IST

আজই মুক্তি পেয়েছে 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' ছবিতে রাণু মণ্ডলের গাওয়া গান 'তেরি মেরি কাহানি'। মিউজ়িক লঞ্চ অনুষ্ঠানে এসে পৌঁছলেন রাণু মণ্ডল।

Ranu Mondal trailer launch

মুম্বই : রাণু মণ্ডলের গানকে যিনি সারা বিশ্বের সামনে পৌঁছে দিয়েছিলেন সেই অতীন্দ্র চক্রবর্তীকেও দেখা গেল গায়িকার সঙ্গে। জীবনের নতুন অধ্যায়ের শুরু থেকেই রাণুর সঙ্গে ছায়ার মতো রয়েছেন অতীন্দ্র।

একটি মেরুন রঙের শাড়িতে এদিন দেখা গেল রাণু মণ্ডলকে। রানাঘাটের স্টেশনে গান গাওয়া সেই মহিলার সঙ্গে আজ যেন কোনও মিলই নেই আত্মবিশ্বাসী রাণুর। হাতে ব্যাগ ঝুলিয়ে সদর্পে তিনি এগিয়ে গেলেন অনুষ্ঠানের উদ্দেশে।

অনুষ্ঠানে আসার সঙ্গে সঙ্গেই রাণুর একটা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন পাপারাৎজ়িরা। আর হবে না বা কেন? তাঁর জার্নি আজ অসংখ্য মানুষের অনুপ্রেরণা। প্রতিভা যে কখনও লুকিয়ে থাকে না, তার জলজ্যান্ত প্রমাণ দিয়েছেন রাণু মণ্ডল।

মুম্বই : রাণু মণ্ডলের গানকে যিনি সারা বিশ্বের সামনে পৌঁছে দিয়েছিলেন সেই অতীন্দ্র চক্রবর্তীকেও দেখা গেল গায়িকার সঙ্গে। জীবনের নতুন অধ্যায়ের শুরু থেকেই রাণুর সঙ্গে ছায়ার মতো রয়েছেন অতীন্দ্র।

একটি মেরুন রঙের শাড়িতে এদিন দেখা গেল রাণু মণ্ডলকে। রানাঘাটের স্টেশনে গান গাওয়া সেই মহিলার সঙ্গে আজ যেন কোনও মিলই নেই আত্মবিশ্বাসী রাণুর। হাতে ব্যাগ ঝুলিয়ে সদর্পে তিনি এগিয়ে গেলেন অনুষ্ঠানের উদ্দেশে।

অনুষ্ঠানে আসার সঙ্গে সঙ্গেই রাণুর একটা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন পাপারাৎজ়িরা। আর হবে না বা কেন? তাঁর জার্নি আজ অসংখ্য মানুষের অনুপ্রেরণা। প্রতিভা যে কখনও লুকিয়ে থাকে না, তার জলজ্যান্ত প্রমাণ দিয়েছেন রাণু মণ্ডল।

Intro:Body:

অতীন্দ্রকে নিয়েই ছবির ট্রেলার লঞ্চে পৌঁছলেন রাণু



আজই মুক্তি পেয়েছে রাণু মণ্ডলের গাওয়া গান 'তেরি মেরি কাহানি'। আর আজই মুক্তি পেতে চলেছে 'হ্যাপি হির অ্যান্ড হার্ডি' ছবির ট্রেলার। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে পৌঁছলেন রাণু মণ্ডল।



মুম্বই : রাণু মণ্ডলের গানকে যিনি সারা বিশ্বের সামনে পৌঁছে দিয়েছিলেন সেই অতীন্দ্র চক্রবর্তীকেও দেখা গেল গায়িকার সঙ্গে। জীবনের নতুন অধ্যায়ের শুরু থেকেই রাণুর সঙ্গে ছায়ার মতো রয়েছেন অতীন্দ্র।



একটি মেরুন রঙের শাড়িতে দেখা গেল রাণু মণ্ডলকে। রানাঘাটের স্টেশনে গান গাওয়া সেই মহিলার সঙ্গে আজ যেন কোনও মিলই নেই আত্মবিশ্বাসী রাণুর। হাতে ব্যাগ ঝুলিয়ে সদর্পে তিনি এগিয়ে গেলেন অনুষ্ঠানের উদ্দেশে।



অনুষ্ঠানে আসার সঙ্গে সঙ্গেই রাণুর একটা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন পাপারাৎজ়িরা। আর হবে না বা কেন? তাঁর জার্নি আজ অসংখ্য মানুষের অনুপ্রেরণা। প্রতিভা যে কখনও লুকিয়ে থাকে না, তার জলজ্যান্ত প্রমাণ দিয়েছেন রাণু মণ্ডল।






Conclusion:
Last Updated : Sep 12, 2019, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.