ETV Bharat / sitara

মুম্বই পুলিশকে ধন্যবাদ রানি মুখার্জির - রানি মুখার্জির খবর

এই অতিমারীর মধ্যেও মুম্বই পুলিশের সক্রিয়তা দেখে মুগ্ধ রানি মুখার্জি । মিউজ়িক ভিডিয়ো মারফৎ তিনি ধন্যবাদ জানালেন ফ্রন্টলাইন কর্মীদের ।

rani mukherjee on mumbai police
rani mukherjee on mumbai police
author img

By

Published : Jun 1, 2020, 2:18 PM IST

মুম্বই : এই অতিমারীর মধ্যে মুম্বই পুলিশের তৎপরতা দেখে মুগ্ধ দেশবাসী । ধন্যবাদ জানালেন রানি মুখার্জিও । 'রাখ তু হসলা' নামের এক মিউজ়িক ভিডিয়ো মারফৎ সুরে সুরে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী ।

মুম্বই পুলিশ ফাউন্ডেশনের এক মহৎ উদ্দেশ্যর সঙ্গে যুক্ত হয়েছেন রানি । যার মাধ্যমে এই অস্থির সময়ে মানুষকে শান্ত থাকার উপদেশ দিচ্ছেন রানি ।

অভিনেত্রী IANS-কে জানালেন, "কোরোনা ভাইরাসের বিরুদ্ধে সারা পৃথিবী লড়াই করছে । আর এই সময়ে যাঁরা প্রকৃতঅর্থে লড়াইটা করছেন, তাঁরা হলেন ফ্রন্টলাইন ওয়ার্কার, যেমন স্বাস্থ্যকর্মীরা, সৈনিকরা, পুলিশ ফোর্স, যাঁরা নিজেদের জীবনকে বাজি রেখে আামদের সুরক্ষিত রাখছেন ।"

তিনি আরও বললেন, "একজন মুম্বইকার হিসেবে, আমি মুম্বই পুলিশকে একটা বড় ধন্যবাদ দিতে চাই । তাঁরা এই কঠিন সময়ে আমাদের পরিবারকে সুস্থ ও সুরক্ষিত রাখার জন্য যা করছেন, তার জন্য আমদের কৃতজ্ঞ থাকা উচিত ।"

এই সমস্ত রিয়েল লাইফ হিরোদের একটু সাহায্য করতে আমাদের যাবতী. নিয়মকানুন মেনে চলার উপদেশ দিলেন রানি ।

মুম্বই : এই অতিমারীর মধ্যে মুম্বই পুলিশের তৎপরতা দেখে মুগ্ধ দেশবাসী । ধন্যবাদ জানালেন রানি মুখার্জিও । 'রাখ তু হসলা' নামের এক মিউজ়িক ভিডিয়ো মারফৎ সুরে সুরে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী ।

মুম্বই পুলিশ ফাউন্ডেশনের এক মহৎ উদ্দেশ্যর সঙ্গে যুক্ত হয়েছেন রানি । যার মাধ্যমে এই অস্থির সময়ে মানুষকে শান্ত থাকার উপদেশ দিচ্ছেন রানি ।

অভিনেত্রী IANS-কে জানালেন, "কোরোনা ভাইরাসের বিরুদ্ধে সারা পৃথিবী লড়াই করছে । আর এই সময়ে যাঁরা প্রকৃতঅর্থে লড়াইটা করছেন, তাঁরা হলেন ফ্রন্টলাইন ওয়ার্কার, যেমন স্বাস্থ্যকর্মীরা, সৈনিকরা, পুলিশ ফোর্স, যাঁরা নিজেদের জীবনকে বাজি রেখে আামদের সুরক্ষিত রাখছেন ।"

তিনি আরও বললেন, "একজন মুম্বইকার হিসেবে, আমি মুম্বই পুলিশকে একটা বড় ধন্যবাদ দিতে চাই । তাঁরা এই কঠিন সময়ে আমাদের পরিবারকে সুস্থ ও সুরক্ষিত রাখার জন্য যা করছেন, তার জন্য আমদের কৃতজ্ঞ থাকা উচিত ।"

এই সমস্ত রিয়েল লাইফ হিরোদের একটু সাহায্য করতে আমাদের যাবতী. নিয়মকানুন মেনে চলার উপদেশ দিলেন রানি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.