মুম্বই : 2014 সালের ব্লকবাস্টার ছবি 'পিকে' । এলিয়েন পিকে-র চরিত্রে আমির খানের অনবদ্য অভিনয় ভোলার নয় । আজও এই সাই-ফাই কমেডি ছবি দর্শকের মনোরঞ্জন করে । এহেন 'পিকে'-র সিকুয়েল হলে কেমন হয় ?
হ্যাঁ, সুখবর দিলেন প্রযোজক বিধু বিনোদ চোপড়া । জানালেন যে, 'পিকে'-র সিকুয়েল অবশ্যই তৈরি হবে । তবে লেখক অভিজাত যোশী এখনও অবধি গল্পটা লিখে উঠতে পারেননি । তাঁর লেখা শেষ হলেই শুরু হবে সিকুয়েলের কাজ ।
'পিকে'-র শেষদৃশ্যেই সিকুয়েলের ইঙ্গিত দেওয়া হয়েছিল । আমির খানের হাত ধরে মহাকাশ থেকে পৃথিবীতে এসেছিলেন রণবীর কাপুর । হিউম্যান সাইকোলজি নিয়ে রিসার্চ করার উদ্দেশ্যে একদল এলিয়েনকে ফের পৃথিবীতে এনেছিলেন আমির । পৃথিবীতে থাকার যাবতীয় নিয়মকানুন শেখাচ্ছিলেন তিনি ।
ফলে এটা স্পষ্ট যে, 'পিকে'-র সিকুয়েলে থাকবেন রণবীর । এবং এই ছবি যে আর্থিকভাবে খুব সফল হবে সেটাও জানেন বিধু । তবে টাকার জন্য কোনও খারাপ ছবি বানাতে চান না প্রযোজক । যথেষ্ট সময় নিয়ে, রিসার্চ করে তবেই তৈরি হবে 'পিকে'-র সিকুয়েল ।