ETV Bharat / sitara

আগামীদিনের জন্য রণবীরকে অনেক শুভেচ্ছা - ranbir kapoor

"ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্য পাওয়ার তেমন কোনও ফর্মুলা নেই । আর অসাফল্যকে কেউ অস্বীকার করতে পারে না ।"

ছবি
author img

By

Published : Sep 28, 2019, 6:01 AM IST

মুম্বই : হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রণবীর কাপুরের জার্নি খুব একটা সহজ নয় । ওঠাপড়া লেগেই রয়েছে । "লাভার বয়" ইমেজ ঝেড়ে ফেলতে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি । যতটা সম্ভব সেই চরিত্রগুলিকে স্ক্রিনে ফুটিয়েও তুলেছেন ।

তাঁর রক্তে সিনেমা রয়েছে । বেশিরভাগ চরিত্রের প্রতিই তিনি যে সুবিচার করেছেন তা একবাক্যে স্বীকার করেন প্রায় প্রত্যেকেই । কিন্তু, তাঁর অভিনীত বেশরম, রয়, বোম্বে ভেলভেটের মতো ছবিগুলি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি । ছবির গল্প অন্যরকম হলেও সাফল্য পায়নি তামাশাও ।

একের পর ছবি সাফল্যের মুখ না দেখায় ছবি বাছাইয়ের উপর তাঁকে বিশেষ জোর দিতে বলেছিলেন অনেকেই । কিন্তু, তাতে খুব একটা গুরুত্ব দেননি তিনি । বলেছেন, "ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্য পাওয়ার তেমন কোনও ফর্মুলা নেই । আর অসাফল্যকে কেউ অস্বীকার করতে পারে না ।"

যখনই কেউ ভেবেছেন যে রণবীর কাপুর শেষ হয়ে গেছে তখনই জ্বলে উঠেছেন তিনি । ফিরে এসেছেন দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে । সঞ্জুর মতো সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি।

সামনে এখন নতুন চ্যালেঞ্জ ৷ কারণ তাঁর পরবর্তী ছবি ব্রহ্মাস্ত্র নানা দিক দিয়ে তাঁর কাছে গুরুত্বপূর্ণ । কারণ এই ছবিতেই ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখার্জির সঙ্গে কাজ করছেন তিনি । আবার এই ছবিতেই তাঁর সঙ্গে দেখা যাবে আলিয়া ভাটকে, যিনি তাঁর "রিয়াল লাভ" ৷

জন্মদিনে রণবীর কাপুরকে ETV ভারত সিতারার তরফে শুভেচ্ছা।

মুম্বই : হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রণবীর কাপুরের জার্নি খুব একটা সহজ নয় । ওঠাপড়া লেগেই রয়েছে । "লাভার বয়" ইমেজ ঝেড়ে ফেলতে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি । যতটা সম্ভব সেই চরিত্রগুলিকে স্ক্রিনে ফুটিয়েও তুলেছেন ।

তাঁর রক্তে সিনেমা রয়েছে । বেশিরভাগ চরিত্রের প্রতিই তিনি যে সুবিচার করেছেন তা একবাক্যে স্বীকার করেন প্রায় প্রত্যেকেই । কিন্তু, তাঁর অভিনীত বেশরম, রয়, বোম্বে ভেলভেটের মতো ছবিগুলি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি । ছবির গল্প অন্যরকম হলেও সাফল্য পায়নি তামাশাও ।

একের পর ছবি সাফল্যের মুখ না দেখায় ছবি বাছাইয়ের উপর তাঁকে বিশেষ জোর দিতে বলেছিলেন অনেকেই । কিন্তু, তাতে খুব একটা গুরুত্ব দেননি তিনি । বলেছেন, "ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্য পাওয়ার তেমন কোনও ফর্মুলা নেই । আর অসাফল্যকে কেউ অস্বীকার করতে পারে না ।"

যখনই কেউ ভেবেছেন যে রণবীর কাপুর শেষ হয়ে গেছে তখনই জ্বলে উঠেছেন তিনি । ফিরে এসেছেন দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে । সঞ্জুর মতো সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি।

সামনে এখন নতুন চ্যালেঞ্জ ৷ কারণ তাঁর পরবর্তী ছবি ব্রহ্মাস্ত্র নানা দিক দিয়ে তাঁর কাছে গুরুত্বপূর্ণ । কারণ এই ছবিতেই ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখার্জির সঙ্গে কাজ করছেন তিনি । আবার এই ছবিতেই তাঁর সঙ্গে দেখা যাবে আলিয়া ভাটকে, যিনি তাঁর "রিয়াল লাভ" ৷

জন্মদিনে রণবীর কাপুরকে ETV ভারত সিতারার তরফে শুভেচ্ছা।

Intro:Body:

ranveer


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.