মুম্বই , 30 মার্চ : অক্ষয় কুমার অভিনীত বহু প্রতীক্ষিত ছবি রাম সেতুর আজ থেকে শুরু হল শুটিং ৷ শ্রীরামের পায়ে অঞ্জলি দিয়েই শুভারম্ভ করলেন রাম সেতুর টিম ৷ অভিনেতার নতুন লুক ও পুজোর ছবি তিনি নিজেই শেয়ার করলেন তাঁর টুইটার ও ইমস্টাগ্রাম অ্যাকাউন্টে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
চোখে চশমা ও গলায় নীল ওড়না সঙ্গে সাদা কালো কাঁধ অবধি চুল ৷ একেবারে নতুন অবতারে হাজির অক্ষয় কুমার ৷ অভিনেতা জানিয়েছেন, আজ অযোধ্যাতেই সম্পন্ন হয়েছে রামের পুজো ৷ এরপরই শুরু হবে তাঁদের ছবির শুট ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অভিষেক শর্মা পরিচালিত ও অরুণ ভাটিয়া এবং বিক্রম মালহোত্রা প্রযোজিত এই ছবিতে অভিনয়ে করতে দেখাযাবে জ্যাকলিন ফ্রানান্ডজ ও নুশরাত ভরুচাকে ৷ এই ছবিটি মূলত অ্যাডভেঞ্চার ও অ্যাকশানের সমন্বয়ের তৈরি হচ্ছে, যেখানে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্য বিশেষ প্রাধান্যে পাবে ৷
ছবিটি সিনেমা হলে মুক্তির পরই অ্যামাজ়নের প্রাইম মেম্বাররা ছবিটি দেখতে পাবে ঘরে বসেই ৷ এই ছবির পাশাপাশি সূর্যবংশী ছবিতেও অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে ৷ এক কথায়, এখন যে শ্বাস নেওয়ার সময় নেই এই অভিনেতার তা বলাই বাহুল্য ৷