মুম্বই : আন্তঃরাজ্য বিমান পরিষেবা চালু হওয়ার পর বিভিন্ন রাজ্যের মধ্যে যাতায়াত শুরু করেছেন দেশবাসী । কয়েকদিন আগে রাধিকা মদন, অপারশক্তি খুরানা পাড়ি দিয়েছেন মুম্বইয়ের বাইরে । এবার পালা রাকুল প্রীত সিংয়ের ।
পুরো PPE কিট পরে দিল্লি রওনা দিলেন রাকুল । মুখে মাস্ক, হাতে গ্লাভ, পায়ে শু কভার পরে পুরোদমে প্রস্তুতি নিয়ে ফ্লাইটে উঠলেন তিনি । তার আগে সোশাল মিডায়ায় শেয়ার করলেন ভিডিয়ো ।
তবে তিনি একা নন, এয়ারপোর্টে তাঁকে সঙ্গ দিলেন পরিচালক লক্ষ্য রাজ আনন্দ । যাঁর পরিচালনায় 'অ্যাটাক' ছবিতে অভিনয় করেছেন রাকুল । এছাড়াও এই ছবিতে রয়েছেন জন আব্রাহাম আর জ্যাকলিন ফার্নান্ডেজ়ও ।
রাকুলকে বলতে শোনা গেল, "হাই বন্ধুরা, কে ভেবেছিল যে কোনওদিন আমাদের এভাবে ট্র্যাভেল করতে হবে ? এরকম মাস্ক, গ্লাভ, শু কভার পরে..." একই অবস্থা রাকুলের সঙ্গীদেরও ।
দেখে নিন ভিডিয়ো..