ETV Bharat / sitara

মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে গেলেন রকুল

author img

By

Published : Sep 17, 2020, 1:44 PM IST

Updated : Sep 17, 2020, 2:05 PM IST

মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন রকুল প্রীত সিং । সুশান্ত মামলায় তাঁর নামও উঠেছে, তিনি নাকি রিয়া আর সুশান্তের সঙ্গে মাদক সেবন করতেন । যদিও NCB-থেকে এই তথ্য অস্বীকার করা হয়, তবুও রকুলের নাম ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । এই মিডিয়া ট্রায়াল বন্ধ হোক, দিল্লি হাইকোর্টে আবেদন রকুলের ।

Rakul Preet against media trial
Rakul Preet against media trial

মুম্বই : মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল বিওরো (NCB) । অভিনেত্রী নাকি নিজের বয়ানে 25 জন বলিউড সেলেবের নাম নেন, যাঁরা নিয়মিত মাদক সেবন করেন । এই 25 জনের মধ্যে রকুল প্রীত সিংয়ের নামও শোনা যায় । আর কোনও প্রমাণ ছাড়াই রকুলের নাম ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়, তাঁর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা ।

এই মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী । খবরটি জানা যাচ্ছে ANI সূত্রে ।

  • Bollywood actor Rakul Preet Singh, whose name also surfaced in drugs-related matter in Sushant Singh Rajput death probe, approaches Delhi High Court against media trial. She through her lawyer submitted that media reports being run in contravention with I&B Ministry guidelines

    — ANI (@ANI) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রকুলের আইনজীবী দিল্লি হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়েছেন । মিডিয়ায় রকুলের নামে চলা খবরগুলোর কপিও জমা দেওয়া হয়েছে, যেখানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের দেওয়া নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগ এনেছেন অভিনেত্রী ।

অভিনেত্রীর এই আবেদনের জবাবে দিল্লি হাইকোর্ট কেন্দ্র, প্রসার ভারতী এবং নিউজ় ব্রডকাস্টার অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছে, আগামী 15 অক্টোবরের মধ্যে তাদের সিদ্ধান্ত জানতে চেয়েছে ।

  • Delhi High Court directs Centre, Prasar Bharati and News Broadcasters Association to consider Rakul Preet Singh's plea as a representation and expeditiously decide it including any interim directions that ought to be issued https://t.co/8T3nb3cT8X

    — ANI (@ANI) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রকুলের সঙ্গে সারা আলি খানের নামও জড়ায় মাদক চক্রে । রিয়া আর সুশান্তের সঙ্গে বসে তিনিও নাকি ড্রাগ নিতেন । এই তথ্যও সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়েছিল NCB-র তরফ থেকে ।

NCB-র এই বিবৃতির ঠিক পরেই সোশাল মিডিয়ায় আরও একটি ক্যাম্পেন শুরু হয়, যেখানে সারা আর রকুলের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয় ।

মুম্বই : মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল বিওরো (NCB) । অভিনেত্রী নাকি নিজের বয়ানে 25 জন বলিউড সেলেবের নাম নেন, যাঁরা নিয়মিত মাদক সেবন করেন । এই 25 জনের মধ্যে রকুল প্রীত সিংয়ের নামও শোনা যায় । আর কোনও প্রমাণ ছাড়াই রকুলের নাম ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়, তাঁর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা ।

এই মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী । খবরটি জানা যাচ্ছে ANI সূত্রে ।

  • Bollywood actor Rakul Preet Singh, whose name also surfaced in drugs-related matter in Sushant Singh Rajput death probe, approaches Delhi High Court against media trial. She through her lawyer submitted that media reports being run in contravention with I&B Ministry guidelines

    — ANI (@ANI) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রকুলের আইনজীবী দিল্লি হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়েছেন । মিডিয়ায় রকুলের নামে চলা খবরগুলোর কপিও জমা দেওয়া হয়েছে, যেখানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের দেওয়া নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগ এনেছেন অভিনেত্রী ।

অভিনেত্রীর এই আবেদনের জবাবে দিল্লি হাইকোর্ট কেন্দ্র, প্রসার ভারতী এবং নিউজ় ব্রডকাস্টার অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছে, আগামী 15 অক্টোবরের মধ্যে তাদের সিদ্ধান্ত জানতে চেয়েছে ।

  • Delhi High Court directs Centre, Prasar Bharati and News Broadcasters Association to consider Rakul Preet Singh's plea as a representation and expeditiously decide it including any interim directions that ought to be issued https://t.co/8T3nb3cT8X

    — ANI (@ANI) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রকুলের সঙ্গে সারা আলি খানের নামও জড়ায় মাদক চক্রে । রিয়া আর সুশান্তের সঙ্গে বসে তিনিও নাকি ড্রাগ নিতেন । এই তথ্যও সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়েছিল NCB-র তরফ থেকে ।

NCB-র এই বিবৃতির ঠিক পরেই সোশাল মিডিয়ায় আরও একটি ক্যাম্পেন শুরু হয়, যেখানে সারা আর রকুলের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয় ।

Last Updated : Sep 17, 2020, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.