ETV Bharat / sitara

রাজকুমারকে এই রূপে দেখেননি - রাজকুমার রাওয়ের খবর

শান্তশিষ্ট রাজকুমার রাও একেবারে খেলার মাঠে । শট দেওয়ার ফাঁকে মাঠে নেমে ক্রিকেট খেলতে শুরু করলেন অভিনেতা ।

Rajkummar Rao plays cricket
Rajkummar Rao plays cricket
author img

By

Published : Feb 1, 2021, 5:31 PM IST

মুম্বই : দেরাদুনে চলছে 'বধাই দো'-র শুটিং । এখন বেশিরভাগ হিন্দি ছবির শুটিং শহর ছেড়ে একটু শহরতলির দিকে করা হচ্ছে । কারণ সেখানকার দারুণ সব লোকেশন এবং ছবির বাস্তবসম্মত কনটেন্ট । 'বধাই দো'-ছবিটিও এক সাধারণ মধ্যবিত্ত দম্পতির সাদামাটা জীবনকে ফুটিয়ে তুলছে ।

শুটিং যেমন চলছে, শুটিংয়ের মাঝে একটু আধটু আমোদ-প্রমোদও চলছে । তাই ফাঁক পেয়েই ব্য়াট হাতে মাঠে ক্রিকেট খেলতে নেমে পড়েছেন রাজকুমার । শান্তশিষ্ট রাজকুমারকে এই অবতারে আগে কখনও দেখা যায়নি ।

দেরাদুনে নিজেকে এভাবে খুঁজে পেয়ে অভিনেতার নিজেরও বেশ ভালো লাগছে । 'বধাই দো'-র লুকেই ক্রিকেট খেলতে খেলতে একটি ছবি শেয়ার করেছেন তিনি ।

ক্যাপশনে লিখেছেন, "শটের মাঝে মাঠে ক্রিকেট খেলার মজাই আলাদা । একটা টিপ, এক হাতে খেলা, দেওয়ালে টাচ করলেই আউট..এই সমস্ত রুল নেই এখানে ।"

'বধাই দো'-তে রাজের সঙ্গে রয়েছেন ভূমি পেদনেকর । তাঁকে দেখা যাবে এক পিটি টিচারের ভূমিকায় । আর রাজকুমার রয়েছেন একজন পুলিশের চরিত্রে ।

মুম্বই : দেরাদুনে চলছে 'বধাই দো'-র শুটিং । এখন বেশিরভাগ হিন্দি ছবির শুটিং শহর ছেড়ে একটু শহরতলির দিকে করা হচ্ছে । কারণ সেখানকার দারুণ সব লোকেশন এবং ছবির বাস্তবসম্মত কনটেন্ট । 'বধাই দো'-ছবিটিও এক সাধারণ মধ্যবিত্ত দম্পতির সাদামাটা জীবনকে ফুটিয়ে তুলছে ।

শুটিং যেমন চলছে, শুটিংয়ের মাঝে একটু আধটু আমোদ-প্রমোদও চলছে । তাই ফাঁক পেয়েই ব্য়াট হাতে মাঠে ক্রিকেট খেলতে নেমে পড়েছেন রাজকুমার । শান্তশিষ্ট রাজকুমারকে এই অবতারে আগে কখনও দেখা যায়নি ।

দেরাদুনে নিজেকে এভাবে খুঁজে পেয়ে অভিনেতার নিজেরও বেশ ভালো লাগছে । 'বধাই দো'-র লুকেই ক্রিকেট খেলতে খেলতে একটি ছবি শেয়ার করেছেন তিনি ।

ক্যাপশনে লিখেছেন, "শটের মাঝে মাঠে ক্রিকেট খেলার মজাই আলাদা । একটা টিপ, এক হাতে খেলা, দেওয়ালে টাচ করলেই আউট..এই সমস্ত রুল নেই এখানে ।"

'বধাই দো'-তে রাজের সঙ্গে রয়েছেন ভূমি পেদনেকর । তাঁকে দেখা যাবে এক পিটি টিচারের ভূমিকায় । আর রাজকুমার রয়েছেন একজন পুলিশের চরিত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.