দিল্লি : বাড়ি ফেরার জন্য মুখিয়ে ছিলেন অভিনেত্রী রাধিকা মদন । অবশেষে সেই দিন এল । বাড়ি পৌঁছলেন রাধিকা । আর গিয়েই 14 দিনের জন্য সেল্ফ কোয়ারেন্টাইনে চলে গেলেন তিনি ।
'আংরেজ়ি মিডিয়াম'-খ্যাত অভিনেত্রী IANS-কে জানিয়েছেন, "এই সময় বাড়ি ফেরাটা একেবারে আলাদা অভিজ্ঞতা । আমি সব সচেতনতা অবলম্বন করেছি । সবাই মুখোশ পড়েছিল । ভয় লাগছে, এটাই কি আমাদের ভবিষ্যৎ হতে চলেছে ?"
তবে জার্নির শেষে বাড়ি ফিরে আলাদাই সুখ রাধিকার । অনুভূতি প্রকাশ করে তিনি জানিয়েছেন, "বাড়ি সেটাই, যেখানে মা আছে । আর অতিমারীর এই সময়ে পরিবারের মানুষদের কাছে থাকা খুব প্রয়োজনীয় ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পোস্টেই অভিনেত্রী জানিয়েছেন যে, আগামী 14 দিনের জন্য তিনি কোয়ারেন্টাইনে থাকবেন । ফলে বাড়ির লোকের সঙ্গে দেখা হবে 2 সপ্তাহ পরে । সেই অপেক্ষায় রাধিকা ।