মুম্বই : বলিউডের অন্যতম ভার্সেটাইল অভিনেত্রী রাধিকা আপ্তে । শুধু বলিউড বললে ভুল হবে, বাংলাতেও তাঁর 'অন্তহীন' মনে রাখার মতো একটি ছবি । তবে এবার শুধু অভিনয় নয়, পরিচালনাতেও তুরুপের তাস বের করতে চলেছেন রাধিকা ।
তাঁর পরিচালিত প্রথম প্রোজেক্ট একটি শর্টফিল্ম, নাম 'দ্য স্লিপওয়াকার্স' । শাহানা গোস্বামী ও গুলশন দেবইয়া অভিনীত শর্টফিল্মটি মুক্তির অপেক্ষায় । তবে এমন একটা বিষয়কে বাছলেন কেন ?
রাধিকা বললেন, "ফিল্মটা কী নিয়ে, সেটা ট্রেলারে দেখানো হয়নি । তাই আমি এখনই বলব না । শুধু এটুকু বলব যে গত বছর থেকে আমি ডাইভিং শুরু করেছি, আর তখনই এই আইডিয়াটা মাথায় আসে ।"
পরিচালনার কাজকে কেমন লাগে রাধিকার ? সদ্য হওয়া পরিচালক বললেন, "পুরো প্রক্রিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে । আশা করি পরিচালক হিসেবে আরও অনেক কাজ করব ।" দর্শক কীভাবে নেবেন তাঁর কাজ, সেই নিয়েও বেশ উত্তেজিত রাধিকা ।
আপাতত লন্ডনে স্বামী বেনেডিক্ট টেলরের সঙ্গে রয়েছেন রাধিকা । লকডাউনের খুব একটা কড়াকড়ি নেই সেখানে, জানালেন অভিনেত্রী । বিভিন্ন ক্রিয়েটিভ কাজে বেশ ভালোই কাটছে রাধিকার দিন ।