মুম্বই : হাথরস গণধর্ষণের ঘটনা নিয়ে আগেই রাগ ও বিরক্তি প্রকাশ করেছিলেন । এবার বলরামপুর গণধর্ষণের ঘটনা নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বললেন, "লজ্জায় আমাদের মাথা নত হওয়া উচিত ।"
ইনস্টাগ্রামে তিনি লেখেন, "আরও ভয়ানক খবর এল বলরামপুর থেকে । প্রতিটা ধর্ষণ শুধু একটা সংখ্যা নয় । একটা পরিবারকে এই ভয়ানক ঘটনাকে সঙ্গী করে বাঁচতে হবে । এই নৃশংস কাজগুলিকে সঙ্গী করেই আমাদের বাঁচতে হবে এবং লজ্জায় মাথা নত হওয়া উচিত যে আমরা আমাদের মহিলাদের রক্ষা করতে পারিনি ।"
![asd](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9020372_p_0210newsroom_1601632462_344.jpg)
এর আগে হাথরসের গণধর্ষণের ঘটনা নিয়ে একটি নোট লিখেছিলেন তিনি । লিখেছিলেন, "অসম্মান ও হেনস্থা, রাগ ও বিরক্তি, দুঃখ ও অসহায়তা, এই আবেগগুলি বারবার ঘুরেফিরে আসছে। অমানবিক, নৃশংস বলে ওরা চিৎকার করছে । কেন ? বারবার...অল্পবয়সিরা বারবার ধর্ষণের শিকার হচ্ছে ..আমরা কেঁদেই যাই, কেউ সেই চিৎকার শোনে না । কেন লজ্জা ? আইন কি বোবা হয়ে গিয়েছে ? আরও কত নির্ভয়া ? আর কত বছর ?"
হাথরসে যুবতিকে গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ । এরই মধ্যে সামনে আসে বলরামপুরের ঘটনা । এদিকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে বলরামপুর জেলা পুলিশের একাংশের বিরুদ্ধে । তবে ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই তৎপর হয় প্রশাসন । নির্যাতিতার পরিবারকে সরকারের তরফে 6 লাখ 18 হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয় ।