মুম্বই : ক্যারিয়ারের শুরুতে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করার অফার আসে প্রিয়াঙ্কা চোপড়ার কাছে । কিছু সময়ের জন্য সেই বিজ্ঞাপন করেন তিনি । তবে তারপর নিজেই উপলব্ধি করেন যে, কাজটা মোটে ভালো লাগছে না তাঁর ।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে প্রিয়াঙ্কা নিজের উপলব্ধির কথা ব্যক্ত করছেন । 2015 সালে বরখা দত্তকে সেই সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি । বরখা অভিনেত্রীকে প্রশ্ন করেন, "ফেয়ারনেস ক্রিম নিয়ে তোমার কী মনে হয় ?"
উত্তরে প্রিয়াঙ্কা বলেন, "আমার খুব খারাপ লাগে । তাই আমি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করা ছেড়ে দিই । আমার বাড়িতে ভাই-বোন সবাই খুব ফর্সা । তবে আমার রংটা চাপা ছিল । সেটা আমার বাবার কারণে । তাই সবাই আমায় 'কালো কালো' বলে মজা করত.."
তখন কতই বা বয়স প্রিয়াঙ্কার..13 হবে । বাড়ির সবার মজা সহ্য করতে না পেরে তিনি ফেয়ারনেস ক্রিম মাখতে চাইতেন, নিজের গায়ের রং বদলাতে চাইতেন । কিন্তু, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার এই ধারণা বদলাতে থাকে । আর তখনই তিনি এই জাতীয় বিজ্ঞাপন করা থেকে দূরে সরে আসেন ।
শুনে নিন প্রিয়াঙ্কার বক্তব্য...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">