ETV Bharat / sitara

আমি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় নামতে চাই : প্রিয়াঙ্কা - প্রিয়াঙ্কা চোপড়া

সারাজীবন অ্যাপলিটিকাল থেকেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিতর্কিত মন্তব্য করেননি বললেই চলে। নিজের এই 'অ্যাপলিটিকাল' স্ট্যাটাসটা বজায় রেখেই উক্ত মন্তব্যটা করলেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা চোপড়া
author img

By

Published : Jun 3, 2019, 6:39 PM IST

মুম্বই : আপাতত অ্যামেরিকার বাসিন্দা প্রিয়াঙ্কা চোপড়া। তবে ভারতের কাছে তিনি এখনও দায়বদ্ধ। রাজনীতির সঙ্গে না জড়িয়েও দেশের বর্তমান অবস্থার একটা পরিবর্তন আনতে চান বলে ইচ্ছা প্রকাশ করলেন তিনি ।

IANS কে প্রিয়াঙ্কা বললেন, "আমি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় নামতে চাই। আর নিক অ্যামেরিকার রাষ্ট্রপতি হবে। আমি রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকতে চাই না। তবে আমরা দু'জনেই একটা পরিবর্তন চাই। তাই কোনও কিছুতেই না বলতে নেই।"

আরও পড়ুন : কেন বিয়ে করলেন জয়াকে? আশ্চর্য এক কারণ শোনালেন অমিতাভ

গত বছর ডিসেম্বর মাসে বিয়ে সেরেছেন প্রিয়াঙ্কা। নিকের সঙ্গে তাঁর কেমিস্ট্রি প্রশ্নাতীত। বয়সে ছোটো হলেও নিক প্রিয়াঙ্কাকে অনুপ্রাণিত করেন। কোনও একদিন নিক নেতৃত্ব প্রদান করতে পারবেন বলে বিশ্বাস প্রিয়াঙ্কার।

সঙ্গে তিনি এটাও বললেন যে, "আমার যা মনে আসে আমি তাই করি। আর সবসময় নিক সেটা সমর্থন করে।" বিয়ের 6 মাস কাটিয়ে নায়িকা যে একটা দারুণ দাম্পত্য জীবন কাটাচ্ছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে সত্যিই কি নিক আর প্রিয়াঙ্কা এই দেশের কোনও পরিবর্তন আনতে পারবেন? সেটা বলবে সময়।

মুম্বই : আপাতত অ্যামেরিকার বাসিন্দা প্রিয়াঙ্কা চোপড়া। তবে ভারতের কাছে তিনি এখনও দায়বদ্ধ। রাজনীতির সঙ্গে না জড়িয়েও দেশের বর্তমান অবস্থার একটা পরিবর্তন আনতে চান বলে ইচ্ছা প্রকাশ করলেন তিনি ।

IANS কে প্রিয়াঙ্কা বললেন, "আমি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় নামতে চাই। আর নিক অ্যামেরিকার রাষ্ট্রপতি হবে। আমি রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকতে চাই না। তবে আমরা দু'জনেই একটা পরিবর্তন চাই। তাই কোনও কিছুতেই না বলতে নেই।"

আরও পড়ুন : কেন বিয়ে করলেন জয়াকে? আশ্চর্য এক কারণ শোনালেন অমিতাভ

গত বছর ডিসেম্বর মাসে বিয়ে সেরেছেন প্রিয়াঙ্কা। নিকের সঙ্গে তাঁর কেমিস্ট্রি প্রশ্নাতীত। বয়সে ছোটো হলেও নিক প্রিয়াঙ্কাকে অনুপ্রাণিত করেন। কোনও একদিন নিক নেতৃত্ব প্রদান করতে পারবেন বলে বিশ্বাস প্রিয়াঙ্কার।

সঙ্গে তিনি এটাও বললেন যে, "আমার যা মনে আসে আমি তাই করি। আর সবসময় নিক সেটা সমর্থন করে।" বিয়ের 6 মাস কাটিয়ে নায়িকা যে একটা দারুণ দাম্পত্য জীবন কাটাচ্ছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে সত্যিই কি নিক আর প্রিয়াঙ্কা এই দেশের কোনও পরিবর্তন আনতে পারবেন? সেটা বলবে সময়।

Intro:Body:

আমি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় নামতে চাই : প্রিয়াঙ্কা



সারাজীবন অ্যাপলিটিকাল থেকেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিতর্কিত মন্তব্য করেননি বললেই চলে। নিজের এই 'অ্যাপলিটিকাল' স্ট্যাটাসটা বজায় রেখেই উক্ত মন্তব্যটা করলেন অভিনেত্রী।



মুম্বই : আপাতত অ্যামেরিকার বাসিন্দা প্রিয়াঙ্কা চোপড়া। তবে ভারতের কাছে তিনি এখনও দায়বদ্ধ। রাজনীতির সঙ্গে না জড়িয়েও দেশের বর্তমান অবস্থার একটা পরিবর্তন আনতে চান বলে ইচ্ছা প্রকাশ করলেন তিনি ।



IANS কে প্রিয়াঙ্কা বললেন, "আমি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় নামতে চাই। আর নিক রাষ্ট্রপতি হবে। আমি রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকতে চাই না। তবে আমরা দু'জনেই একটা পরিবর্তন চাই। তাই কোনও কিছুতেই না বলতে নেই।"



গত বছর ডিসেম্বর মাসে বিয়ে সেরেছেন প্রিয়াঙ্কা। নিকের সঙ্গে তাঁর কেমিস্ট্রি প্রশ্নাতীত। বয়সে ছোটো হলেও নিক প্রিয়াঙ্কাকে অনুপ্রাণিত করেন। কোনও একদিন নিক নেতৃত্ব প্রদান করতে পারবেন বলে বিশ্বাস প্রিয়াঙ্কার।



সঙ্গে তিনি এটাও বললেন যে, "আমার যা মনে আসে আমি তাই করি। আর সবসময় নিক সেটা সমর্থন করে।" বিয়ের 6 মাস কাটিয়ে নায়িকা যে একটা দারুণ দাম্পত্য জীবন কাটাচ্ছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে সত্যিই কি নিক আর প্রিয়াঙ্কা এই দেশের কোনও পরিবর্তন আনতে পারবেন? সেটা বলবে সময়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.