মুম্বই, ১৭জুন: ভক্ত মহল বা সেলেব মহল শাহরুখের প্রশংসার বন্যা সর্বত্র । যাঁদের সঙ্গে শাহরুখ কাজ করেছেন, তাঁরা সকলেই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ । তাই তো কিং খানের খ্যাতি গোটা বিশ্বজুড়ে । সম্প্রতি শাহরুখের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের স্মৃতিচারণ করলেন দক্ষিণী নায়িকা প্রিয়ামণি ।
শাহরুখের ব্লক বাস্টার ছবি ‘চেন্নাই এক্সপ্রেসে’ আইটেম নম্বর ১২৩৪ গানে শাহারুখের সঙ্গে তাল মিলিয়ে ছিলেন প্রিয়ামণি । এই একটি গানেই দর্শক মনে রীতিমত ঝড় তুলেছিলেন অভিনেত্রী । তাঁর মুখেই শোনা গেল কিং খানের গুণগান । সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমে তিনি জানান, ওই গানের শুটিং চলাকালীন বাদশার সঙ্গে খুনসুটির কাহিনী ।
তিনি বলেন, "শাহরুখ খুব মিষ্টি এবং ঠান্ডা মেজাজের একজন মানুষ । এককথায় সুইট হার্ট । শুটিং সেটে আমি আগেই পৌঁছে যেতাম তারপর শাহরুখ আসতেন । কোথাও ভুল হলে খুব সুন্দর ভাবে কাজ শিখিয়ে দিতেন । মজার ঘটনা, আমরা মাঝে মধ্যে কন বানেগা ক্রোড়পতি খেলতাম । শাহরুখ আমাকে এর জন্য ৩০০ টাকা দিয়েছিল । এত বড় একজন সুপার স্টার এতটা সাধারণ হতে পারেন তা আমি কল্পনাও করতে পারিনি । ওঁর ব্যবহারে যে কেউ প্রেমে পড়তে বাধ্য ৷"
প্রসঙ্গত, প্রিয়ামণিকে সম্প্রতি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্যা ফেমেলি সিজন ২’তে দেখা গিয়েছে । মনোজ বাজপেয়ীর বিপরীতে অভিনয় করেছেন তিনি । গুপ্তচরের স্ত্রীর চরিত্রে রয়েছেন প্রিয়ামণি ।