মুম্বই : পশুদের উপর অত্যাচারের ঘটনা মানুষের কাছে নতুন কিছু নয় । পশু অত্যাচার রুখতে তৈরি করা হয়েছে হাজারো আইন । যদিও এক শ্রেণির মানুষের মানসিকতার কোনও পরিবর্তন করা সম্ভব হয়নি । আর তেমনই সামনে এসেছে কেরালার একটি নৃসংশ ঘটনা । যেখানে আনারসের মধ্যে বারুদ ভরে তা খাইয়ে হত্যা করা হল গর্ভবতী হাতিকে । এই ঘটনার প্রতিবাদে সরব বলি তারকারা । সোশাল মিডিয়ায় ঘটনার তীব্র নিন্দা করেছেন তাঁরা ।
ওই হাতির একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা লেখেন, "এই কারণেই পশু অত্যাচার আইন আরও কঠোর হওয়া প্রয়োজন ।"
টুইট করে রণদীপ হুডা লেখেন, "অত্যন্ত নিষ্ঠুর একটা ঘটনা । গর্ভবতী হাতিকে বাজি ভরতি আনারস খওয়ানোর ঘটনা মেনে নেওয়া যায় না । দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা দরকার ।"
টুইট করে শ্রদ্ধা কাপুর লেখেন, "কীভাবে ? কীভাবে এটা করা হল ? ওই সব মানুষদের কি হৃদয় বলে কিছু নেই ? আমার মন পুরো ভেঙে গিয়েছে...দোষীদের কঠিন শাস্তি দেওয়া দরকার ।"
এই খবর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন আলিয়া ভাট ।
টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন আথিয়া শেট্টি । তিনি লেখেন, "বর্বোরোচিত ঘটনা এটি । কীভাবে এটা কেউ করতে পারলেন ? খুব বিরক্তিকর । আশাকরি দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে ।"
টুইটারে এই ঘটনার ক্ষোভ প্রকাশ করেছেন রাজকুমার রাও ।
কেরালার মালপ্পুরম জেলার ঘটনা । খাবার না পেয়ে লোকালয়ে চলে এসেছিল একটি গর্ভবতী হাতি । খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল মালপ্পুরমের গ্রামে গ্রামে । ক্ষুধার্ত হাতিটিকে দেখে কেউ তো খেতে দেয়নি উলটে মারার ফন্দি আঁটে । যদিও কারোও কোনও ক্ষতি না করে নিজের মতো খাবার খুঁজছিল সে । এদিকে গ্রামবাসীরা একটি আনারসে বারুদ ভরে রেখে দেয় । হাতিটি মানুষকে বিশ্বাস করে সেটিকে খাবার ভেবে খেয়ে ফেলে । ব্যস সব শেষ । আনারসটি গলায় পৌঁছাতেই ফাটতে থাকে । তীব্র জ্বালায় ছটফট করতে থাকে সে । একজন মা হিসেবে তখনও সন্তানকে বাঁচানোর চেষ্টায় একটি নদীতে নেমে পড়ে । অর্ধেক জলে ডুবে শরীরের জ্বালা মেটানোর চেষ্টা করে । কিন্তু শেষরক্ষা হয়নি । বারুদের তীব্রতায় পুড়ে যায় শরীরে ভিতরটা । প্রায় চার ঘণ্টা জলে দাঁড়িয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করার পর অবশেষে মৃত্যু হয় হাতিটির । বন দপ্তরের কর্মীরা এলেও বাঁচাতে পারেনি তাকে । বিষয়টি ভাইরাল হতেই ধিক্কার জানানো শুরু হয় সোশাল মিডিয়ায় ।