ETV Bharat / sitara

কেরালায় বারুদ ভরতি আনারস খেয়ে মৃত্যু হাতির, নিন্দা বলি তারকাদের - Bollywood Celebs Express Anger

কেরালায় বারুদ ভরতি আনারস খেয়ে মৃত্যু হাতির । সোশাল মিডিয়ায় ঘটনার তীব্র নিন্দা করেছেন বলি তারকারা ।

dfg
dfgdfg
author img

By

Published : Jun 3, 2020, 6:47 PM IST

মুম্বই : পশুদের উপর অত্যাচারের ঘটনা মানুষের কাছে নতুন কিছু নয় । পশু অত্যাচার রুখতে তৈরি করা হয়েছে হাজারো আইন । যদিও এক শ্রেণির মানুষের মানসিকতার কোনও পরিবর্তন করা সম্ভব হয়নি । আর তেমনই সামনে এসেছে কেরালার একটি নৃসংশ ঘটনা । যেখানে আনারসের মধ্যে বারুদ ভরে তা খাইয়ে হত্যা করা হল গর্ভবতী হাতিকে । এই ঘটনার প্রতিবাদে সরব বলি তারকারা । সোশাল মিডিয়ায় ঘটনার তীব্র নিন্দা করেছেন তাঁরা ।

ওই হাতির একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা লেখেন, "এই কারণেই পশু অত্যাচার আইন আরও কঠোর হওয়া প্রয়োজন ।"

sdf
অনুষ্কার পোস্ট

টুইট করে রণদীপ হুডা লেখেন, "অত্যন্ত নিষ্ঠুর একটা ঘটনা । গর্ভবতী হাতিকে বাজি ভরতি আনারস খওয়ানোর ঘটনা মেনে নেওয়া যায় না । দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা দরকার ।"

sdf
রণদীপ হুডার টুইট

টুইট করে শ্রদ্ধা কাপুর লেখেন, "কীভাবে ? কীভাবে এটা করা হল ? ওই সব মানুষদের কি হৃদয় বলে কিছু নেই ? আমার মন পুরো ভেঙে গিয়েছে...দোষীদের কঠিন শাস্তি দেওয়া দরকার ।"

sdf
শ্রদ্ধা কাপুরের টুইট

এই খবর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন আলিয়া ভাট ।

df
আলিয়ার পোস্ট

টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন আথিয়া শেট্টি । তিনি লেখেন, "বর্বোরোচিত ঘটনা এটি । কীভাবে এটা কেউ করতে পারলেন ? খুব বিরক্তিকর । আশাকরি দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে ।"

dfg
আথিয়া শেট্টির টুইট

টুইটারে এই ঘটনার ক্ষোভ প্রকাশ করেছেন রাজকুমার রাও ।

sdf
রাজকুমার রাওয়ের টুইট

কেরালার মালপ্পুরম জেলার ঘটনা । খাবার না পেয়ে লোকালয়ে চলে এসেছিল একটি গর্ভবতী হাতি । খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল মালপ্পুরমের গ্রামে গ্রামে । ক্ষুধার্ত হাতিটিকে দেখে কেউ তো খেতে দেয়নি উলটে মারার ফন্দি আঁটে । যদিও কারোও কোনও ক্ষতি না করে নিজের মতো খাবার খুঁজছিল সে । এদিকে গ্রামবাসীরা একটি আনারসে বারুদ ভরে রেখে দেয় । হাতিটি মানুষকে বিশ্বাস করে সেটিকে খাবার ভেবে খেয়ে ফেলে । ব্যস সব শেষ । আনারসটি গলায় পৌঁছাতেই ফাটতে থাকে । তীব্র জ্বালায় ছটফট করতে থাকে সে । একজন মা হিসেবে তখনও সন্তানকে বাঁচানোর চেষ্টায় একটি নদীতে নেমে পড়ে । অর্ধেক জলে ডুবে শরীরের জ্বালা মেটানোর চেষ্টা করে । কিন্তু শেষরক্ষা হয়নি । বারুদের তীব্রতায় পুড়ে যায় শরীরে ভিতরটা । প্রায় চার ঘণ্টা জলে দাঁড়িয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করার পর অবশেষে মৃত্যু হয় হাতিটির । বন দপ্তরের কর্মীরা এলেও বাঁচাতে পারেনি তাকে । বিষয়টি ভাইরাল হতেই ধিক্কার জানানো শুরু হয় সোশাল মিডিয়ায় ।

মুম্বই : পশুদের উপর অত্যাচারের ঘটনা মানুষের কাছে নতুন কিছু নয় । পশু অত্যাচার রুখতে তৈরি করা হয়েছে হাজারো আইন । যদিও এক শ্রেণির মানুষের মানসিকতার কোনও পরিবর্তন করা সম্ভব হয়নি । আর তেমনই সামনে এসেছে কেরালার একটি নৃসংশ ঘটনা । যেখানে আনারসের মধ্যে বারুদ ভরে তা খাইয়ে হত্যা করা হল গর্ভবতী হাতিকে । এই ঘটনার প্রতিবাদে সরব বলি তারকারা । সোশাল মিডিয়ায় ঘটনার তীব্র নিন্দা করেছেন তাঁরা ।

ওই হাতির একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা লেখেন, "এই কারণেই পশু অত্যাচার আইন আরও কঠোর হওয়া প্রয়োজন ।"

sdf
অনুষ্কার পোস্ট

টুইট করে রণদীপ হুডা লেখেন, "অত্যন্ত নিষ্ঠুর একটা ঘটনা । গর্ভবতী হাতিকে বাজি ভরতি আনারস খওয়ানোর ঘটনা মেনে নেওয়া যায় না । দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা দরকার ।"

sdf
রণদীপ হুডার টুইট

টুইট করে শ্রদ্ধা কাপুর লেখেন, "কীভাবে ? কীভাবে এটা করা হল ? ওই সব মানুষদের কি হৃদয় বলে কিছু নেই ? আমার মন পুরো ভেঙে গিয়েছে...দোষীদের কঠিন শাস্তি দেওয়া দরকার ।"

sdf
শ্রদ্ধা কাপুরের টুইট

এই খবর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন আলিয়া ভাট ।

df
আলিয়ার পোস্ট

টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন আথিয়া শেট্টি । তিনি লেখেন, "বর্বোরোচিত ঘটনা এটি । কীভাবে এটা কেউ করতে পারলেন ? খুব বিরক্তিকর । আশাকরি দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে ।"

dfg
আথিয়া শেট্টির টুইট

টুইটারে এই ঘটনার ক্ষোভ প্রকাশ করেছেন রাজকুমার রাও ।

sdf
রাজকুমার রাওয়ের টুইট

কেরালার মালপ্পুরম জেলার ঘটনা । খাবার না পেয়ে লোকালয়ে চলে এসেছিল একটি গর্ভবতী হাতি । খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল মালপ্পুরমের গ্রামে গ্রামে । ক্ষুধার্ত হাতিটিকে দেখে কেউ তো খেতে দেয়নি উলটে মারার ফন্দি আঁটে । যদিও কারোও কোনও ক্ষতি না করে নিজের মতো খাবার খুঁজছিল সে । এদিকে গ্রামবাসীরা একটি আনারসে বারুদ ভরে রেখে দেয় । হাতিটি মানুষকে বিশ্বাস করে সেটিকে খাবার ভেবে খেয়ে ফেলে । ব্যস সব শেষ । আনারসটি গলায় পৌঁছাতেই ফাটতে থাকে । তীব্র জ্বালায় ছটফট করতে থাকে সে । একজন মা হিসেবে তখনও সন্তানকে বাঁচানোর চেষ্টায় একটি নদীতে নেমে পড়ে । অর্ধেক জলে ডুবে শরীরের জ্বালা মেটানোর চেষ্টা করে । কিন্তু শেষরক্ষা হয়নি । বারুদের তীব্রতায় পুড়ে যায় শরীরে ভিতরটা । প্রায় চার ঘণ্টা জলে দাঁড়িয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করার পর অবশেষে মৃত্যু হয় হাতিটির । বন দপ্তরের কর্মীরা এলেও বাঁচাতে পারেনি তাকে । বিষয়টি ভাইরাল হতেই ধিক্কার জানানো শুরু হয় সোশাল মিডিয়ায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.