ETV Bharat / sitara

প্রেগনেন্ট অনুষ্কার শীর্ষাসন দেখে সোশাল মিডিয়া ভাসল ক্রিয়েটিভ মিমে - অনুষ্কা শর্মার খবর

প্রেগনেন্ট অবস্থাতে অনুষ্কা শর্মা শীর্ষাসন করছেন । তাঁকে সাহায্য করছেন 'দক্ষ' বিরাট কোহলি । এই ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল । অনুষ্কার এই অধ্যাবসায় দেখে অনেকেই মুগ্ধ । তবে মিমার গোষ্ঠীও চুপ নেই । আজ তাই সোশাল মিডিয়ায় মিমের প্রধান টপিক হল অনুষ্কার শীর্ষাসন ।

Anushka Sharma with Virat kohli
Anushka Sharma with Virat kohli
author img

By

Published : Dec 1, 2020, 6:18 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ার এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মিম । মানুষ মিম বানাতে ভালোবাসেন, দেখতেও ভালোবাসেন । মিমের দৌলতে কত মানুষ জনপ্রিয় হয়ে ওঠেন, কত মানুষ আবার চূড়ান্ত অপদস্তও হন । সে যাই হোক, আজকে মিমারদের কাছে প্রধান টপিক একটিই...অনুষ্কা শর্মার শীর্ষাসন ।

উলটে থাকা অনুষ্কার পেটে থাকা খুদে কী ভাবছে, কী বলছে এইসব কাল্পনিক ভাবনা নিয়ে মজার মিমে ভাসল সোশাল মিডিয়া । তার মধ্যে থেকে কয়েকটি মিম তুলে দেওয়া হল...

  • People who want to try this. Use your brain before doing anything you see on the internet. Do not over do things and regret later. #AnushkaSharma Note: "I ensured that my very able husband supporting me. This was done under the supervision of my yoga teacher. pic.twitter.com/PCkdQjga6n

    — Celebrity VO (@celebrityvo_) December 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রেগনেন্ট অনুষ্কা কিন্তু নিয়ম করে তাঁর শরীরচর্চা করে চলেছেন । বাড়ির সঙ্গে সঙ্গে বাইরের কাজও সামলাচ্ছেন দাপটে । তিনি আজ অনেক গর্ভবতী মহিলার অনুপ্রেরণা । আর তাঁকে প্রতি মুহূর্তে যিনি সমর্থন করছেন, সাহস জোগাচ্ছেন, তিনি বিরাট কোহলি ।

2021 সালের জানুয়ারি মাসে বিরাট-অনুষ্কার জীবনে আসছে নতুন অতিথি । বাচ্চা জন্ম দেওয়ার কয়েক মাসের মধ্যেই অভিনেত্রী কাজে ফিরবেন বলে জানিয়েছেন ইতিমধ্যেই ।

মুম্বই : সোশাল মিডিয়ার এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মিম । মানুষ মিম বানাতে ভালোবাসেন, দেখতেও ভালোবাসেন । মিমের দৌলতে কত মানুষ জনপ্রিয় হয়ে ওঠেন, কত মানুষ আবার চূড়ান্ত অপদস্তও হন । সে যাই হোক, আজকে মিমারদের কাছে প্রধান টপিক একটিই...অনুষ্কা শর্মার শীর্ষাসন ।

উলটে থাকা অনুষ্কার পেটে থাকা খুদে কী ভাবছে, কী বলছে এইসব কাল্পনিক ভাবনা নিয়ে মজার মিমে ভাসল সোশাল মিডিয়া । তার মধ্যে থেকে কয়েকটি মিম তুলে দেওয়া হল...

  • People who want to try this. Use your brain before doing anything you see on the internet. Do not over do things and regret later. #AnushkaSharma Note: "I ensured that my very able husband supporting me. This was done under the supervision of my yoga teacher. pic.twitter.com/PCkdQjga6n

    — Celebrity VO (@celebrityvo_) December 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রেগনেন্ট অনুষ্কা কিন্তু নিয়ম করে তাঁর শরীরচর্চা করে চলেছেন । বাড়ির সঙ্গে সঙ্গে বাইরের কাজও সামলাচ্ছেন দাপটে । তিনি আজ অনেক গর্ভবতী মহিলার অনুপ্রেরণা । আর তাঁকে প্রতি মুহূর্তে যিনি সমর্থন করছেন, সাহস জোগাচ্ছেন, তিনি বিরাট কোহলি ।

2021 সালের জানুয়ারি মাসে বিরাট-অনুষ্কার জীবনে আসছে নতুন অতিথি । বাচ্চা জন্ম দেওয়ার কয়েক মাসের মধ্যেই অভিনেত্রী কাজে ফিরবেন বলে জানিয়েছেন ইতিমধ্যেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.