মুম্বই : মদের প্রতি তাঁর আসক্তির কথা মোটামোটি জানে সবাই। তিনি নিজে কখনও তা লুকিয়ে রাখারও চেষ্টা করেননি। তবে পূজা ভাট আজ সগর্বে বলতে পারেন যে, তিনি সেই নেশা থেকে মুক্ত। যাঁরা আজও কোনও না কোনও নেশার সঙ্গে লড়াই করছেন, তাঁদের উদ্দেশে সোশাল মিডিয়ায় কিছু কথা বললেন পূজা।
সূর্যের আলোর দিকে মুখ করে একটা প্রশান্তির ছবি পোস্ট করেছেন পূজা। হাতে একটা কফি মাগ। কালো পোশাক পরিহিত পূজার মনে কিন্তু আর কালো নেই। কারণ মন থেকে একটা বোঝ নেমে গেছে তাঁর। মদের নেশা থেকে তিনি মুক্ত।
পূজা লিখেছেন, "দু'বছর ও দশ মাসের প্রশান্তি। পুরোনোকে ভুলে এবার সময় এসেছে নতুনকে গ্রহণ করে নেওয়ার। কাল তো কেউ দেখেনি। যাঁরাই নিজেদের ভিতরের শয়তানের সঙ্গে লড়াই করছ বা কোনও ধরনের নেশার থেকে মুক্ত হতে চাইছ, তাঁদের বলি যে তোমরা একা নও। যদি আমি পারি তো তোমরাও পারবে।"
দেখে নিন পূজার সেই পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">