ETV Bharat / sitara

ভালো হোক বা খারাপ, ইউটিউবে এক নম্বরে ট্রেন্ডিং 'সড়ক 2'-র ট্রেলার - Sadak 2 trailer reaction

আর সেই জন্য খুশি পূজা ভাট । সোশাল মিডিয়ায় বিষয়টি নিয়ে কটাক্ষও করলেন অভিনেত্রী । 'সড়ক 2'-এর পিছনে যে নিন্দুকরা এতটা সময় ব্যয় করেছেন তার জন্য খুশি পূজা ।

Pooja bhatt defends Sadak 2 backlash
Pooja bhatt defends Sadak 2 backlash
author img

By

Published : Aug 13, 2020, 11:43 AM IST

মুম্বই : 'সড়ক 2'-র ট্রেলার ইউটিউবের সর্বাধিক ডিসলাইক প্রাপ্ত ট্রেলার হয়ে উঠেছে । ইতিমধ্যেই 5.3 মিলিয়ন 'থাম্ব ডাউন' পেয়েছে এই ট্রেলার । তবে একই সঙ্গে ইউটিউবে এক নম্বরে ট্রেন্ড করছে ভিডিয়োটি । সেই কারণেই খুশি পূজা ভাট । সোশাল মিডিয়ায় বেশ তির্যক মন্তব্য করলেন অভিনেত্রী ।

পূজা লিখেছেন, "প্রেমিক আর নিন্দুক দু'জনে আসলে একই কয়েনের দু'টো দিক । আমাদের পিছনে এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য দু'জনকেই ধন্যবাদ দিতে চাই আমি । তারাই এই ট্রেলারকে ট্রেন্ডিং বানিয়েছেন । সবাইকে অনেক ধন্যবাদ ।"

Pooja bhatt defends Sadak 2 backlash
পূজার পোস্ট

সমালোচকদের মুখে বেশ জোরে জবাব দিয়েছেন পূজা । তাঁর এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন সোনি রাজদান । লিখেছেন, "স্মার্ট গার্ল আর একেবারে সঠিক কথা ।"

Pooja bhatt defends Sadak 2 backlash
সোনির পোস্ট

আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর ছাড়াও এই ফিল্মে রয়েছেন পূজা ভাট । তবে পূজা এই ছবিতে দেওয়ালে টাঙানো ছবি হয়েই থেকে গেছেন । এছাড়াও রয়েছেন জিশু সেনগুপ্ত । তবে তাঁকে ট্রেলারে একটি মাত্র ফ্রেমেই দেখা গেছে ।

মূলত আলিয়া-সঞ্জয়-আদিত্যকেই দেখা গেছে পরদা জুড়ে । দেখে নিন ট্রেলার..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : 'সড়ক 2'-র ট্রেলার ইউটিউবের সর্বাধিক ডিসলাইক প্রাপ্ত ট্রেলার হয়ে উঠেছে । ইতিমধ্যেই 5.3 মিলিয়ন 'থাম্ব ডাউন' পেয়েছে এই ট্রেলার । তবে একই সঙ্গে ইউটিউবে এক নম্বরে ট্রেন্ড করছে ভিডিয়োটি । সেই কারণেই খুশি পূজা ভাট । সোশাল মিডিয়ায় বেশ তির্যক মন্তব্য করলেন অভিনেত্রী ।

পূজা লিখেছেন, "প্রেমিক আর নিন্দুক দু'জনে আসলে একই কয়েনের দু'টো দিক । আমাদের পিছনে এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য দু'জনকেই ধন্যবাদ দিতে চাই আমি । তারাই এই ট্রেলারকে ট্রেন্ডিং বানিয়েছেন । সবাইকে অনেক ধন্যবাদ ।"

Pooja bhatt defends Sadak 2 backlash
পূজার পোস্ট

সমালোচকদের মুখে বেশ জোরে জবাব দিয়েছেন পূজা । তাঁর এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন সোনি রাজদান । লিখেছেন, "স্মার্ট গার্ল আর একেবারে সঠিক কথা ।"

Pooja bhatt defends Sadak 2 backlash
সোনির পোস্ট

আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর ছাড়াও এই ফিল্মে রয়েছেন পূজা ভাট । তবে পূজা এই ছবিতে দেওয়ালে টাঙানো ছবি হয়েই থেকে গেছেন । এছাড়াও রয়েছেন জিশু সেনগুপ্ত । তবে তাঁকে ট্রেলারে একটি মাত্র ফ্রেমেই দেখা গেছে ।

মূলত আলিয়া-সঞ্জয়-আদিত্যকেই দেখা গেছে পরদা জুড়ে । দেখে নিন ট্রেলার..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.