মুম্বই : দীনেশ এস.যাদবের পরিচালনায় 'ওয়াহ জ়িন্দেগি' নামে একটি সিনেমা আসছে । যে সিনেমার বিষয়বস্তু প্রধানমন্ত্রীর 'আত্মনির্ভর ভারত অভিযান'-এর সঙ্গে অনেকটা একরকম । খবরটি জানা যাচ্ছে IANS সূত্রে ।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সঞ্জয় মিশ্র ও বিজয় রাজ । একজন মানুষের স্ট্রাগল নিয়ে এই গল্প । যিনি তার অতীতকে শোধরাতে গিয়ে দেশীয় জিনিসপত্র বানাতে শুরু করেন । চিনা দ্রব্যের সঙ্গে হাজার প্রতিযোগিতা সত্ত্বেও তিনি হার মানেন না । কিছুটা এমনই সিনেমার প্লট ।
অভিনেতা বিজয় বলেন, "স্ক্রিপ্টটা খুব আলাদাভাবে তৈরি এবং ছবিতে একটা সামাজিক বার্তা রয়েছে । 'মেক ইন ইন্ডিয়া' কনসেপ্টটা ভারতকে নানা দিক থেকে আত্মনির্ভর করবে । এই ভাবনাটা যদি আগে আসত, তাহলে পরিস্থিতিটা একেবারে অন্য়রকম হত ।" মোদির ভাবনার তারিফ করলেন বিজয় ।
ছবির প্রযোজক অশোক চৌধুরির মতে, ছবিটি বিনোদনের সঙ্গে সঙ্গে একটা কড়া বার্তা দেয়, মানুষকে স্বদেশী বস্তুর মর্ম বোঝায় । সিনেমা হলেই ছবিটি রিলিজ় করার ইচ্ছে রয়েছে অশোকের । তবে প্রয়োজনে OTT-তেও রিলিজ় করতে পারেন তাঁরা, জানালেন জাতীয় পুরস্কার বিজয়ী প্রযোজক ।