মুম্বই : কোরোনা সংক্রমণের দিক থেকে দেশের মধ্যে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র । প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা । এই সংক্রমণ ঢুকে পড়েছে বলি তারকাদের বাড়িতেও । আর এই পরিস্থিতিতেই এবার প্লাস্টিক দিয়ে 'মন্নত' মুড়ে দিলেন শাহরুখ খান ।
তবে হঠাৎ প্লাস্টিক দিয়ে কেন তিনি বাংলোকে মুড়ে দিলেন তা অবশ্য জানা যায়নি । ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি । তবে নেটিজ়েনদের একাংশের অনুমান, কোরোনা ভাইরাসের হাত থেকে বাঁচতেই বাংলো ঢেকেছেন তিনি । আবার কারও মতে, মুম্বইয়ের বৃষ্টির হাত থেকে বাংলোকে রক্ষা করতেই এই পদক্ষেপ করেন বলি বাদশা ।
মুম্বইয়ের সবচেয়ে সুন্দর প্রাসাদ বলে ধরা করা হয় 'মন্নত'-কে । 2001 সালে এই বাংলোটি কেনেন শাহরুখ । সেই সময় 'মন্নত'-এর নাম ছিল ভিলা ভিয়েনা । তবে আজ 'মন্নত' ছয় তলা । যেখানে রয়েছে একাধিক শোওয়ার ঘর, জিম, সুইমিং পুল, লাইব্রেরি ও পার্সোনাল অডিটোরিয়াম । যার বাজার দর 200 কোটি টাকা । বিশ্বের 10টি দামি বাড়ির মধ্যে রয়েছে শাহরুখ-গৌরীর 'মন্নত'।
কোরোনায় আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন সহ অভিষেক, ঐশ্বরিয়া রাই ও আরাধ্যা । এখন নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা । এছাড়া কোরোনা থাবা বসায় অনুপম খেরের বাড়িতেও । পাশাপাশি কোরোনায় আক্রান্ত রেখার বাংলোর নিরাপত্তারক্ষীও ।
নেটিজ়েনদের মতে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাংলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে ফেলেছেন শাহরুখ । যদিও এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি কিং খান ।
মুম্বইতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে একলাখ । যা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন । এদিকে কোরোনা মোকাবিলায় সরকারকে বিভিন্নভাবে সাহায্যও করেছেন শাহরুখ । কখনও কোয়ারানটিন সেন্টার তৈরির জন্য নিজের অফিস তুলে দিয়েছেন BMC-র হাতে । আবার কখনও PPE কিট ও অনুদান দিয়েও সাহায্য করতে দেখা গিয়েছে তাঁকে ।