ETV Bharat / sitara

এবার রাষ্ট্রপতির কাছে সাহায্যের আবেদন পায়েলের - পায়েল ঘোষের খবর

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করেছেন পায়েল ঘোষ । তবে এখনও পরিচালকের বিরুদ্ধে কোনও অ্যাকশন নেয়নি মুম্বই পুলিশ । তাই রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের কাছে সাহায্যের আবেদন জানালেন পায়েল ।

payal ghosh seeks justice to ramnath kovind
payal ghosh seeks justice to ramnath kovind
author img

By

Published : Oct 12, 2020, 6:05 PM IST

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ করেও কোনও ফল হয়নি । মুম্বই পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি । তাই এবার সরাসরি রাষ্ট্রপতিকে খোলা চিঠি লিখলেন পায়েল ঘোষ ।

অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত দেরি কেন হচ্ছে ? চিঠিতে প্রশ্ন তুলেছেন পায়েল । রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের কাছে ন্যায়ের আবেদন জানিয়েছেন অভিনেত্রী ।

payal ghosh seeks justice to ramnath kovind
.

তিনি লিখেছেন, "অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি । তাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না । এই কাজটা যদি কোনও গরীব মানুষ করতেন, তাহলে এতদিনে তাকে গ্রেপ্তার করা হয়ে যেত । কিন্তু, এক্ষেত্রে অভিযুক্ত খোলা ঘুরে বেড়াচ্ছে ।"

রাষ্ট্রপতিকে তাঁর কেসটির দিকে দৃষ্টিপাত করতে আবেদন জানিয়েছেন পায়েল । চিঠিটি নিজের সোশাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন পায়েল । ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ।

দেখে নিন পায়েলের পোস্ট...

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ করেও কোনও ফল হয়নি । মুম্বই পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি । তাই এবার সরাসরি রাষ্ট্রপতিকে খোলা চিঠি লিখলেন পায়েল ঘোষ ।

অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত দেরি কেন হচ্ছে ? চিঠিতে প্রশ্ন তুলেছেন পায়েল । রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের কাছে ন্যায়ের আবেদন জানিয়েছেন অভিনেত্রী ।

payal ghosh seeks justice to ramnath kovind
.

তিনি লিখেছেন, "অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি । তাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না । এই কাজটা যদি কোনও গরীব মানুষ করতেন, তাহলে এতদিনে তাকে গ্রেপ্তার করা হয়ে যেত । কিন্তু, এক্ষেত্রে অভিযুক্ত খোলা ঘুরে বেড়াচ্ছে ।"

রাষ্ট্রপতিকে তাঁর কেসটির দিকে দৃষ্টিপাত করতে আবেদন জানিয়েছেন পায়েল । চিঠিটি নিজের সোশাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন পায়েল । ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ।

দেখে নিন পায়েলের পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.