ETV Bharat / sitara

অনুরাগের বিরুদ্ধে কোনও পদক্ষেপই নিল না মুম্বই পুলিশ, ক্ষুব্ধ পায়েল - অনুরাগ কাশ্যপের খবর

ফের একবার সোশাল মিডিয়ায় সরব পায়েল ঘোষ । চার মাস হয়ে গেল, এখনও অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিল না মুম্বই পুলিশ । ক্ষুব্ধ অভিনেত্রী ।

Payal Ghosh questions Mumbai Police's action against Anurag Kashyap
Payal Ghosh questions Mumbai Police's action against Anurag Kashyap
author img

By

Published : Dec 21, 2020, 5:27 PM IST

মুম্বই : চার মাস আগে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ । এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুরাগকে জিজ্ঞাসাবাদও করে মুম্বই পুলিশ । তবে তারপর আবার সব চুপচাপ । বিষয়টা মোটেই ভালোভাবে নিচ্ছেন না পায়েল ।

সোশাল মিডিয়ায় তাই ফের একবার সরব অভিনেত্রী । তিনি লিখেছেন, "চার মাস হয়ে গেল । যাবতীয় প্রমাণ দেওয়ার পরেও অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি এখনও । তদন্ত চালু করার জন্য কি আমায় মরতে হবে ?"

এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (A)-তে যোগ দিয়েছেন পায়েল । RPI(A)-র মহিলা মোর্চার সহ সভানেত্রী পদে নিযুক্ত করা হয়েছে তাঁকে ।

Payal Ghosh questions Mumbai Police's action against Anurag Kashyap
সৌজন্যে টুইটার

অনেকের ধারণা যে, রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্যই লাইমলাইট পেতে চেয়েছিলেন পায়েল । আর সেই জন্য অনুরাগকে হাতিয়ার করেছিলেন তিনি । অনেকে আবার এই পুরো ঘটনাটার পিছনে কঙ্গনা রানাওয়াতের ভূমিকাকেও অস্বীকার করতে পারেননি । সেই সময় অনুরাগের সঙ্গে কঙ্গনার বেশ বচসা চলছিল সোশাল মিডিয়ায় ।

সে যা-ই হোক, অনুরাগ বরাবর সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন । মুম্বই পুলিশ তাঁকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদও করেছে । তবে তাঁর বিরুদ্ধে কোনও পোক্ত প্রমাণ পাওনি তারা । অনুরাগ এখন ব্যস্ত 'এক ভার্সেস একে'-র প্রোমোশন নিয়ে ।

মুম্বই : চার মাস আগে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ । এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুরাগকে জিজ্ঞাসাবাদও করে মুম্বই পুলিশ । তবে তারপর আবার সব চুপচাপ । বিষয়টা মোটেই ভালোভাবে নিচ্ছেন না পায়েল ।

সোশাল মিডিয়ায় তাই ফের একবার সরব অভিনেত্রী । তিনি লিখেছেন, "চার মাস হয়ে গেল । যাবতীয় প্রমাণ দেওয়ার পরেও অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি এখনও । তদন্ত চালু করার জন্য কি আমায় মরতে হবে ?"

এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (A)-তে যোগ দিয়েছেন পায়েল । RPI(A)-র মহিলা মোর্চার সহ সভানেত্রী পদে নিযুক্ত করা হয়েছে তাঁকে ।

Payal Ghosh questions Mumbai Police's action against Anurag Kashyap
সৌজন্যে টুইটার

অনেকের ধারণা যে, রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্যই লাইমলাইট পেতে চেয়েছিলেন পায়েল । আর সেই জন্য অনুরাগকে হাতিয়ার করেছিলেন তিনি । অনেকে আবার এই পুরো ঘটনাটার পিছনে কঙ্গনা রানাওয়াতের ভূমিকাকেও অস্বীকার করতে পারেননি । সেই সময় অনুরাগের সঙ্গে কঙ্গনার বেশ বচসা চলছিল সোশাল মিডিয়ায় ।

সে যা-ই হোক, অনুরাগ বরাবর সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন । মুম্বই পুলিশ তাঁকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদও করেছে । তবে তাঁর বিরুদ্ধে কোনও পোক্ত প্রমাণ পাওনি তারা । অনুরাগ এখন ব্যস্ত 'এক ভার্সেস একে'-র প্রোমোশন নিয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.