ETV Bharat / sitara

কলকাতা এয়ারপোর্টে লাগেজ খোয়ালেন পায়েল - পায়েল ঘোষের খবর

কলকাতা এয়ারপোর্টে লাগেজ খোয়ালেন অভিনেত্রী পায়েল ঘোষ । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

Payal Ghosh in Kolkata airport
Payal Ghosh in Kolkata airport
author img

By

Published : Jan 17, 2020, 8:02 AM IST

কলকাতা : এয়ারপোর্টে মালপত্র হারানোর অভিজ্ঞতা হয়েছে অনেকেরই । এবার সেই খারাপ এক্সপেরিয়েন্সের মুখোমুখি হলেন অভিনেত্রী পায়েল ঘোষ । নিজের হোমটাউন কলকাতার এয়ারপোর্ট খোয়ালেন মালপত্র ।

যেহেতু পায়েলের হোমটাউন কলকাতা, তাই হয়তো খুব অসুবিধার মধ্যে পড়তে হয়নি তাঁকে । কিন্তু, এই অপ্রত্যাশিত ঘটনায় খুবই বিরক্ত অভিনেত্রী ।

তিনি বললেন, "ফ্লাইট থেকে নামার পর আমার লাগেজ এসে পৌঁছয়নি । আমি এক ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করেছি, তবে ওখানকার কর্তৃপক্ষের কাছেও কোনও জবাব ছিল না ।"

Payal Ghosh in Kolkata airport
ছবি সৌজন্যে IANS

ভাগ্য ভালো যে, এই শহরেই পায়েলের বাড়ি । তিনি বললেন, "আমার সৌভাগ্য যে এখানেই আমার বাড়ি । তাই জামাকাপড় বা অন্য় জিনিসের জন্য আমায় খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হয়নি । তবে আমার ব্যাগটা খুবই দরকার, কারণ অনেক মূল্যবান ও গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে ওখানে ।"

ছোটো থেকেই অভিনয়ের শখ পায়েলের । কিন্তু, বাড়ি থেকে মত ছিল না এই প্রফেশনে । তাই বাড়ি থেকে পালিয়ে মুম্বই চলে আসেন তিনি । সম্প্রতি বলিউডে ডেবিউ করেছেন পায়েল । তাঁর ঝুলিতে রয়েছে 'ফ্রিডম' বা 'প্য়াটেল কি পাঞ্জাবী শাদি'-র মতো ছবি ।

কলকাতা : এয়ারপোর্টে মালপত্র হারানোর অভিজ্ঞতা হয়েছে অনেকেরই । এবার সেই খারাপ এক্সপেরিয়েন্সের মুখোমুখি হলেন অভিনেত্রী পায়েল ঘোষ । নিজের হোমটাউন কলকাতার এয়ারপোর্ট খোয়ালেন মালপত্র ।

যেহেতু পায়েলের হোমটাউন কলকাতা, তাই হয়তো খুব অসুবিধার মধ্যে পড়তে হয়নি তাঁকে । কিন্তু, এই অপ্রত্যাশিত ঘটনায় খুবই বিরক্ত অভিনেত্রী ।

তিনি বললেন, "ফ্লাইট থেকে নামার পর আমার লাগেজ এসে পৌঁছয়নি । আমি এক ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করেছি, তবে ওখানকার কর্তৃপক্ষের কাছেও কোনও জবাব ছিল না ।"

Payal Ghosh in Kolkata airport
ছবি সৌজন্যে IANS

ভাগ্য ভালো যে, এই শহরেই পায়েলের বাড়ি । তিনি বললেন, "আমার সৌভাগ্য যে এখানেই আমার বাড়ি । তাই জামাকাপড় বা অন্য় জিনিসের জন্য আমায় খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হয়নি । তবে আমার ব্যাগটা খুবই দরকার, কারণ অনেক মূল্যবান ও গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে ওখানে ।"

ছোটো থেকেই অভিনয়ের শখ পায়েলের । কিন্তু, বাড়ি থেকে মত ছিল না এই প্রফেশনে । তাই বাড়ি থেকে পালিয়ে মুম্বই চলে আসেন তিনি । সম্প্রতি বলিউডে ডেবিউ করেছেন পায়েল । তাঁর ঝুলিতে রয়েছে 'ফ্রিডম' বা 'প্য়াটেল কি পাঞ্জাবী শাদি'-র মতো ছবি ।

Intro:Body:

কলকাতা এয়ারপোর্টে লাগেজ খোয়ালেন পায়েল



কলকাতা এয়ারপোর্টে লাগেজ খোয়ালেন অভিনেত্রী পায়েল ঘোষ । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।



কলকাতা : এয়ারপোর্টে মালপত্র হারানোর অভিজ্ঞতা হয়েছে অনেকেরই । এবার সেই খারাপ এক্সপেরিয়েন্সের মুখোমুখি হলেন অভিনেত্রী পায়েল ঘোষ । নিজের হোমটাউন কলকাতার এয়ারপোর্ট খোয়ালেন মালপত্র ।



যেহেতু পায়েলের হোমটাউন কলকাতা, তাই হয়তো খুব অসুবিধার মধ্যে পড়তে হয়নি তাঁকে । কিন্তু, এই অপ্রত্যাশিত ঘটনায় খুবই বিরক্ত অভিনেত্রী ।



তিনি বললেন, "ফ্লাইট থেকে নামার পর আমার লাগেজ এসে পৌঁছয়নি । আমি এক ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করেছি, তবে ওখানকার কর্তৃপক্ষের কাছেও কোনও জবাব ছিল না ।"



ভাগ্য ভালো যে, এই শহরেই পায়েলের বাড়ি । তিনি বললেন, "আমার সৌভাগ্য যে এখানেই আমার বাড়ি । তাই জামাকাপড় বা অন্য় জিনিসের জন্য আমায় খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হয়নি । তবে আমার ব্যাগটা খুবই দরকার, কারণ অনেক মূল্যবান ও গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে ওখানে ।"



ছোটো থেকেই অভিনয়ের শখ পায়েলের । কিন্তু, বাড়ি থেকে মত ছিল না এই প্রফেশনে । তাই বাড়ি থেকে পালিয়ে মুম্বই চলে আসেন তিনি । সম্প্রতি বলিউডে ডেবিউ করেছেন পায়েল । তাঁর ঝুলিতে রয়েছে 'ফ্রিডম' বা 'প্য়াটেল কি পাঞ্জাবী শাদি'-র মতো ছবি ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.