মুম্বই : 'পতী পত্নী ঔর ওহ'-এর ট্রেলার দেখার জন্য মুখিয়ে ছিল দর্শক। নতুন প্রজন্মের তিন অভিনেতা, পরকীয়ার মতো মুচমুচে বিষয় আর পোস্টারের ঝকঝকে প্রেজ়েন্টেশন সব মিলিয়ে একটা উত্তেজনা ছিল ছবির ট্রেলার নিয়ে। অবশেষে অপেক্ষার অবসান। মুহূর্তের মধ্যে লক্ষাধিক ভিউ পেল মুদস্সর আজিজ় পরিচালিত এই ছবির ট্রেলার।
কার্তিক এক সাদামাটা সরকারী কর্মচারী। তার স্ত্রী ভূমি পেদনেকর। বিয়ের পর প্রাথমিক উত্তেজনা বা ভালোলাগা গুলো কেটে যাওয়ার পরই কার্তিকের ডাল-ভাত জীবন। আর এই সময়েই স্ক্রিনে প্রবেশ অনন্যা পাণ্ডের। কার্তিকের সাদা-কালো জীবনে রঙের ছোঁয়া আনে অনন্য।
চরিত্রের পোশাকেও বেশ ফুটিয়ে তোলা হয়েছে চরিত্রদের বৈশিষ্ট্য। সঙ্গে বেশ ভালো কমেডি টাইমিং। ট্রেলারের এই অল্প সময়ের মধ্যেই বোঝা গেল ছবির সংলাপও বেশ ভেবেচিন্তে লেখা। সব মিলিয়ে ট্রেলার মুক্তির পর ছবি দেখার আগ্রহ বেড়ে গেল অনেকটা।
দেখে নিন ট্রেলার..
- " class="align-text-top noRightClick twitterSection" data="">