ETV Bharat / sitara

কোরোনা ভাইরাস নিয়ে সতর্ক করতে ফোটোশুট পরিণীতির, তুমুল সমালোচনা

author img

By

Published : Feb 11, 2020, 5:44 PM IST

কোরোনা ভাইরাস নিয়ে সতর্ক করতে একটি পোস্ট করেছিলেন পরিণীতি চোপড়া । সেখানে তিনি দু'তিনটে পোজ়ে ছবি তুলেছিলেন, ঠিক যেভাবে সেলেব্রিটিরা ফোটোশুট করেন । পরিণীতির এই আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা ।

Parineeti Chopra arises Corona Virus controversy
Parineeti Chopra arises Corona Virus controversy

মুম্বই : কোরোনা ভাইরাস এক আতঙ্কে পরিণত হয়েছে । চিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজার । জাপানও বেশ খানিকটা প্রভাবিত । চিন থেকে ভারতীয়দের উদ্ধার করা হলেও, জাপানের ইয়োকোহামা বন্দরে আটকে রয়েছেন 160 জন ভারতীয় । কেরালায় প্রায় তিন হাজার মানুষকে রাখা হয়েছে পর্যবেক্ষণে । এই সেনসিটিভ অবস্থায় কোরোনা ভাইরাস নিয়ে মানুষকে সতর্ক করতে ফোটোশুট করলেন পরিণীতি । ফলস্বরূপ তুমুল সমালোচনা হল অভিনেত্রীকে নিয়ে ।

বিভিন্ন পোজ়ে তিনটি ছবি শেয়ার করে পরিণীতি লিখেছেন, "আমার মনে হয় এটাই বাস্তব অবস্থা । সবাই সাবধানে থাকো বন্ধুরা ।" তাঁর এই পোস্টের তলায় সমালোচনার বন্য়া বয়ে গেল ।

Sad, but I guess this is the situation now. Stay safe guys. 🤍 #Coronavirus #StaySafe pic.twitter.com/NHAgtMj5H0

— Parineeti Chopra (@ParineetiChopra) February 10, 2020

কোনও সোশাল মিডিয়া ইউজ়ার লিখেছেন, "ভগবান না করুন, যদি তোমার কোনও বন্ধু মারা যায়, তখনও তুমি সাদা শাড়ি পরে দুঃখ মুখে ফোটোশুট করবে আর ক্যাপশনে লিখবে দুঃখ হচ্ছে । এটাই বাস্তব অবস্থা ।"

Parineeti Chopra arises Corona Virus controversy
সৌজন্যে সোশাল মিডিয়া

তো কেউ লিখেছেন, "সিস্টার, এটা বোঝাতে তোমায় ফোটোশুট করতে হবে না ।"

Parineeti Chopra arises Corona Virus controversy
সৌজন্যে সোশাল মিডিয়া

কেউ প্রশ্ন করেছেন, "এরকম ক্রিটিকাল অবস্থায় ফোটোশুট করার কোনও প্রয়োজনীয়তা আছে ?"

Parineeti Chopra arises Corona Virus controversy
সৌজন্যে সোশাল মিডিয়া

তবে এই প্রসঙ্গে পরিণীতির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

মুম্বই : কোরোনা ভাইরাস এক আতঙ্কে পরিণত হয়েছে । চিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজার । জাপানও বেশ খানিকটা প্রভাবিত । চিন থেকে ভারতীয়দের উদ্ধার করা হলেও, জাপানের ইয়োকোহামা বন্দরে আটকে রয়েছেন 160 জন ভারতীয় । কেরালায় প্রায় তিন হাজার মানুষকে রাখা হয়েছে পর্যবেক্ষণে । এই সেনসিটিভ অবস্থায় কোরোনা ভাইরাস নিয়ে মানুষকে সতর্ক করতে ফোটোশুট করলেন পরিণীতি । ফলস্বরূপ তুমুল সমালোচনা হল অভিনেত্রীকে নিয়ে ।

বিভিন্ন পোজ়ে তিনটি ছবি শেয়ার করে পরিণীতি লিখেছেন, "আমার মনে হয় এটাই বাস্তব অবস্থা । সবাই সাবধানে থাকো বন্ধুরা ।" তাঁর এই পোস্টের তলায় সমালোচনার বন্য়া বয়ে গেল ।

কোনও সোশাল মিডিয়া ইউজ়ার লিখেছেন, "ভগবান না করুন, যদি তোমার কোনও বন্ধু মারা যায়, তখনও তুমি সাদা শাড়ি পরে দুঃখ মুখে ফোটোশুট করবে আর ক্যাপশনে লিখবে দুঃখ হচ্ছে । এটাই বাস্তব অবস্থা ।"

Parineeti Chopra arises Corona Virus controversy
সৌজন্যে সোশাল মিডিয়া

তো কেউ লিখেছেন, "সিস্টার, এটা বোঝাতে তোমায় ফোটোশুট করতে হবে না ।"

Parineeti Chopra arises Corona Virus controversy
সৌজন্যে সোশাল মিডিয়া

কেউ প্রশ্ন করেছেন, "এরকম ক্রিটিকাল অবস্থায় ফোটোশুট করার কোনও প্রয়োজনীয়তা আছে ?"

Parineeti Chopra arises Corona Virus controversy
সৌজন্যে সোশাল মিডিয়া

তবে এই প্রসঙ্গে পরিণীতির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Intro:Body:

কোরোনা ভাইরাস নিয়ে সতর্ক করতে ফোটোশুট পরিণীতির, তুমুল সমালোচনা



কোরোনা ভাইরাস নিয়ে সতর্ক করতে একটি পোস্ট করেছিলেন পরিণীতি চোপড়া । সেখানে তিনি দু'তিনটে পোজ়ে ছবি তুলেছিলেন, ঠিক যেভাবে সেলেব্রিটিরা ফোটোশুট করেন । পরিণীতির এই আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা ।



মুম্বই : কোরোনা ভাইরাস এক আতঙ্কে পরিণত হয়েছে । চিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজার । জাপানও বেশ খানিকটা প্রভাবিত । চিন থেকে ভারতীয়দের উদ্ধার করা হলেও, জাপানের ইয়োকোহামা বন্দরে আটকে রয়েছেন 160 জন ভারতীয় । কেরালায় প্রায় তিন হাজার মানুষকে রাখা হয়েছে পর্যবেক্ষণে । এই সেনসিটিভ অবস্থায় কোরোনা ভাইরাস নিয়ে মানুষকে সতর্ক করতে ফোটোশুট করলেন পরিণীতি । ফলস্বরূপ তুমুল সমালোচনা হল অভিনেত্রীকে নিয়ে ।



বিভিন্ন পোজ়ে তিনটি ছবি শেয়ার করে পরিণীতি লিখেছেন, "আমার মনে হয় এটাই বাস্তব অবস্থা । সবাই সাবধানে থাকো বন্ধুরা ।" তাঁর এই পোস্টের তলায় সমালোচনার বন্য়া বয়ে গেল ।



কোনও সোশাল মিডিয়া ইউজ়ার লিখেছেন, "ভগবান না করুন, যদি তোমার কোনও বন্ধু মারা যায়, তখনও তুমি সাদা শাড়ি পরে দুঃখ মুখে ফোটোশুট করবে আর ক্যাপশনে লিখবে দুঃখ হচ্ছে । এটাই বাস্তব অবস্থা ।"



তো কেউ লিখেছেন, "সিস্টার, এটা বোঝাতে তোমায় ফোটোশুট করতে হবে না ।"



কেউ প্রশ্ন করেছেন, "এরকম ক্রিটিকাল অবস্থায় ফোটোশুট করার কোনও প্রয়োজনীয়তা আছে ?"



তবে এই প্রসঙ্গে পরিণীতির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।   




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.