ETV Bharat / sitara

'পানিপথ'-এর ট্রেলারে 'বাজিরাও মস্তানি'-র ছোঁয়া - Asutosh Gowarikar latest film

দু'জনেই মারাঠী সেনা। একজন পেশোয়া বাজিরাও 1 ও অন্যজন সদাশিব রাও ভাউ। প্রথম চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর সিং ও দ্বিতীয় চরিত্রে অর্জুন কাপুর। প্রথম ছবির নাম 'বাজিরাও মস্তানি' ও দ্বিতীয় ছবির নাম 'পানিপথ'। মুক্তি পেল 'পানিপথ'-এর ট্রেলার।

Panipat movie news
author img

By

Published : Nov 5, 2019, 12:52 PM IST

মুম্বই : মুক্তি পেল 'পানিপথ'-এর ট্রেলার। ট্রেলারে ভরপুর 'বাজিরাও মস্তানি'-র ছোঁয়া। সেটা থাকাই স্বাভাবিক। কারণ দুই ক্ষেত্রেই ফুটিয়ে তোলা হয়েছে মারাঠী সংস্কৃতিকে। তাই সাজপোশাক, কথাবার্তা সবকিছুর মধ্যে মিল থাকাটাই প্রত্যাশিত। আশুতোষ গোয়ারিকরের 'পানিপথ'-এর ট্রেলার ছবির দেখার উৎসাহ আরও বাড়িয়ে দেবে।

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অর্জুন কাপুর, সঞ্জয় দত্ত, কৃতি স্যানন প্রমুখ। বহুদিন পর জ়িনাত আমনকে দেখা গেল বড় পরদায়। তিনি রয়েছেন গেস্ট হিসেবে। এছাড়াও রয়েছেন কুনাল কাপুর, পদ্মিনী কোলাপুরে, সুহাসিনী মুলে প্রমুখ।

Panipat movie news
আহম্মদ শাহ আবদালি

'পানিপথ'-এর ব্যাকগ্রাউন্ড স্কোরেও মিল পাওয়া গেল 'বাজিরাও মস্তানি'-র সঙ্গে। মিউজ়িকের দায়িত্বে রয়েছেন অজয়-অতুল। 'বাজিরাও মস্তানি'-র ব্যাকগ্রাউন্ডের দায়িত্বে ছিলেন সঞ্চিত বলহারা। 'পানিপথ'-এ অভিনেতা-অভিনেত্রীদের মেকআপের দায়িত্বে রয়েছেন বিক্রম গাইকোয়াদ।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : মুক্তি পেল 'পানিপথ'-এর ট্রেলার। ট্রেলারে ভরপুর 'বাজিরাও মস্তানি'-র ছোঁয়া। সেটা থাকাই স্বাভাবিক। কারণ দুই ক্ষেত্রেই ফুটিয়ে তোলা হয়েছে মারাঠী সংস্কৃতিকে। তাই সাজপোশাক, কথাবার্তা সবকিছুর মধ্যে মিল থাকাটাই প্রত্যাশিত। আশুতোষ গোয়ারিকরের 'পানিপথ'-এর ট্রেলার ছবির দেখার উৎসাহ আরও বাড়িয়ে দেবে।

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অর্জুন কাপুর, সঞ্জয় দত্ত, কৃতি স্যানন প্রমুখ। বহুদিন পর জ়িনাত আমনকে দেখা গেল বড় পরদায়। তিনি রয়েছেন গেস্ট হিসেবে। এছাড়াও রয়েছেন কুনাল কাপুর, পদ্মিনী কোলাপুরে, সুহাসিনী মুলে প্রমুখ।

Panipat movie news
আহম্মদ শাহ আবদালি

'পানিপথ'-এর ব্যাকগ্রাউন্ড স্কোরেও মিল পাওয়া গেল 'বাজিরাও মস্তানি'-র সঙ্গে। মিউজ়িকের দায়িত্বে রয়েছেন অজয়-অতুল। 'বাজিরাও মস্তানি'-র ব্যাকগ্রাউন্ডের দায়িত্বে ছিলেন সঞ্চিত বলহারা। 'পানিপথ'-এ অভিনেতা-অভিনেত্রীদের মেকআপের দায়িত্বে রয়েছেন বিক্রম গাইকোয়াদ।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

'পানিপথ'-এর ট্রেলারে 'বাজিরাও মস্তানি'-র ছোঁয়া



দু'জনেই মারাঠী সেনা। একজন পেশোয়া বাজিরাও 1 ও অন্যজন সদাশিব রাও ভাউ। প্রথম চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর সিং ও দ্বিতীয় চরিত্রে অর্জুন কাপুর। প্রথম ছবির নাম 'বাজিরাও মস্তানি' ও দ্বিতীয় ছবির নাম 'পানিপথ'। মুক্তি পেল 'পানিপথ'-এর ট্রেলার।



মুম্বই : মুক্তি পেল 'পানিপথ'-এর ট্রেলার। ট্রেলারে ভরপুর 'বাজিরাও মস্তানি'-র ছোঁয়া। সেটা থাকাই স্বাভাবিক। কারণ দুই ক্ষেত্রেই ফুটিয়ে তোলা হয়েছে মারাঠী সংস্কৃতিকে। তাই সাজপোশাক, কথাবার্তা সবকিছুর মধ্যে মিল থাকাটাই প্রত্যাশিত। আশুতোষ গোয়ারিকরের 'পানিপথ'-এর ট্রেলার ছবির দেখার উৎসাহ আরও বাড়িয়ে দেবে।



ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অর্জুন কাপুর, সঞ্জয় দত্ত, কৃতি স্যানন প্রমুখ। বহুদিন পর জ়িনাত আমনকে দেখা গেল বড় পরদায়। এছাড়াও রয়েছেন কুনাল কাপুর, পদ্মিনী কোলাপুরে, সুহাসিনী মুলে প্রমুখ।



'পানিপথ'-এর ব্যাকগ্রাউন্ড স্কোরেও মিল পাওয়া গেল 'বাজিরাও মস্তানি'-র সঙ্গে। মিউজ়িকের দায়িত্বে রয়েছেন অজয়-অতুল। 'বাজিরাও মস্তানি'-র ব্যাকগ্রাউন্ডের দায়িত্বে ছিলেন সঞ্চিত বলহারা। 'পানিপথ'-এ অভিনেতা-অভিনেত্রীদের মেকআপের দায়িত্বে রয়েছেন বিক্রম গাইকোয়াদ।



দেখে নিন ট্রেলার...  


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.