ETV Bharat / sitara

চোখে জল মুখে হাসি, এভাবেই 'পদ্মাবত' শেষ করেছিলেন দীপিকা - দীপিকা পাড়ুকোনের খবর

'পদ্মাবত' একটা জার্নি, একটা ইমোশন...তাই চোখের জলেই ছবির সেট থেকে বিদায় নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন । আজ 'পদ্মাবত'-এর তিন বছরে ভিডিয়ো শেয়ার করা হল প্রযোজনা সংস্থা থেকে ।

deepika padukone in padmavat
deepika padukone in padmavat
author img

By

Published : Jan 25, 2021, 7:53 PM IST

মুম্বই : তিন বছরে পা দিল 'পদ্মাবত' । 'রামলীলা' আর 'বাজিরাও মস্তানি'-র থেকে বড় আর কী হতে পারে..দীপিকা-রণবীরের মাথায় যখন এই প্রশ্ন ঘুরছে, তখন সঞ্জয়লীলা বনসালি নিয়ে আসেন 'পদ্মাবত'-এর অফার । এটা দীপিকার কাছে শুধুমাত্র চরিত্র নয়, একটা ইমোশনাল জার্নি ।

তাই ব়্যাপ আপ হওয়ার পর চোখে জল এসে গেছিল দীপিকা । রানি পদ্মিনীর মতো দারুণ চরিত্রে অভিনয় করার সুযোগ আর কতবার আসে ক্যারিয়ারে !

দীপিকা বলে ওঠেন, "আমি কখনও ভাবিনি সঞ্জয়লীলা বনসালীর ছবিতে হিরোইন হব । সেটা হতে পেরেছি, একবার নয় তিনবার হতে পেরেছি । এটা আমার জীবনের একটা অ্যাচিভমেন্ট ।"

একইরকম ইমোশন 'খিলজি' রণবীর সিংয়ের কথাতেও । টানা এক বছর ধরে খিলজির মতো ডার্ক আর সাইকোলজিকাল চরিত্রে অভিনয় করা মুখের কথা ছিল না তাঁর জন্য । নিজেকে পুরোপুরি ভেঙে অন্য একটা অবয়বে ঢেলে দিয়েছিলেন রণবীর । তাঁর মধ্যে বাসা বেঁধেছিল আলাউদ্দিন খিলজি ।

"আমরা আমাদের ঘাম,রক্ত,চোখের জল ঢেলে দিয়েছি এই ছবিতে । এবার পুরোটা দর্শকের উপর ।"..বলতে শোনা গেল রণবীরকে । আর দর্শক যে 'পদ্মাবত'-কে কতটা ভালোবেসেছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না ।

দেখে নিন সেই ভিডিয়ো...

মুম্বই : তিন বছরে পা দিল 'পদ্মাবত' । 'রামলীলা' আর 'বাজিরাও মস্তানি'-র থেকে বড় আর কী হতে পারে..দীপিকা-রণবীরের মাথায় যখন এই প্রশ্ন ঘুরছে, তখন সঞ্জয়লীলা বনসালি নিয়ে আসেন 'পদ্মাবত'-এর অফার । এটা দীপিকার কাছে শুধুমাত্র চরিত্র নয়, একটা ইমোশনাল জার্নি ।

তাই ব়্যাপ আপ হওয়ার পর চোখে জল এসে গেছিল দীপিকা । রানি পদ্মিনীর মতো দারুণ চরিত্রে অভিনয় করার সুযোগ আর কতবার আসে ক্যারিয়ারে !

দীপিকা বলে ওঠেন, "আমি কখনও ভাবিনি সঞ্জয়লীলা বনসালীর ছবিতে হিরোইন হব । সেটা হতে পেরেছি, একবার নয় তিনবার হতে পেরেছি । এটা আমার জীবনের একটা অ্যাচিভমেন্ট ।"

একইরকম ইমোশন 'খিলজি' রণবীর সিংয়ের কথাতেও । টানা এক বছর ধরে খিলজির মতো ডার্ক আর সাইকোলজিকাল চরিত্রে অভিনয় করা মুখের কথা ছিল না তাঁর জন্য । নিজেকে পুরোপুরি ভেঙে অন্য একটা অবয়বে ঢেলে দিয়েছিলেন রণবীর । তাঁর মধ্যে বাসা বেঁধেছিল আলাউদ্দিন খিলজি ।

"আমরা আমাদের ঘাম,রক্ত,চোখের জল ঢেলে দিয়েছি এই ছবিতে । এবার পুরোটা দর্শকের উপর ।"..বলতে শোনা গেল রণবীরকে । আর দর্শক যে 'পদ্মাবত'-কে কতটা ভালোবেসেছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না ।

দেখে নিন সেই ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.