ETV Bharat / sitara

মধ্যপ্রদেশে 'ছোরি'-র শুটিং শুরু করলেন নুসরত - shooting for Chhorii

গতকাল মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ জেলার পিপারিয়াতে একটি আখ ক্ষেতের মধ্যে এই ছবির শুটিং শুরু করার আগে পুজোর আয়োজন করা হয়েছিল । ক্ষেতের মধ্যে বসে পুজোতে যোগ দিতে দেখা গিয়েছে কলাকুশলীদের । পুরোহিত সহ একাধিক কুলাকুশলীর পরনে ছিল PPE ।

asd
asd
author img

By

Published : Nov 26, 2020, 7:56 AM IST

ভোপাল : পরবর্তী ছবি 'ছোরি'-র শুটিং শুরু করলেন নুসরত ভারুচা । এটি একটি হরর ছবি । মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে ছবির শুটিং করা হবে বলে জানা গিয়েছে ।

গতকাল মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ জেলার পিপারিয়াতে একটি আখ ক্ষেতের মধ্যে পুজোর আয়োজন করা হয়েছিল । আর ক্ষেতের মধ্যে বসেই পুজোতে যোগ দিতে দেখা গিয়েছে কলাকুশলীদের । পুরোহিত সহ একাধিক কুলাকুশলীর পরনে ছিল PPE ।

asdasd
.

ডিসেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গাতে এই ছবির শুটিং করা হবে । আর কয়েকটি অংশের শুটিং করা হবে মুম্বইতে ।

মধ্যপ্রদেশের গ্রাম্য এলাকা ও আখ ক্ষেতের মধ্যেই হবে ছবির বেশিরভাগ অংশের শুটিং । আর একটা গ্রাম্য পরিবেশ তৈরি করার জন্য আলাদাভাবে সেটের মধ্যেই তৈরি করা হয়েছে আস্ত একটা গ্রাম ।

asd
.

'ছোরি' আসলে মারাঠি ছবি 'লাপাছাপি'-র হিন্দি রিমেক । 'ছোরি' পরিচালনা করছেন বিশাল ফুরিয়া । প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিক্রম মলহোত্রা ও জ্যাক ডেভিস । আর এই ছবির মাধ্যমেই প্রথমবার হরর ছবিতে কাজ করছেন নুসরত । এর আগে 'ড্রিম গার্ল' ও 'পেয়ার কা পঞ্চনামা' ছবিতে অভিনয় করেছেন তিনি ।

'ছোরি' হরর ছবি হলেও এর মধ্যে রয়েছে সামাজিক বার্তাও । সেখানে নুসরত ছাড়াও দেখা যাবে মিতা বসিস্ত, রাজেশ জৈস ও সৌরভ গোয়ালকে ।

asd
'ছলাং' ছবিতে রাজকুমার ও নুসরত

কাজের দিক থেকে মাত্র কয়েকদিন আগেই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে নুসরতের 'ছলাং' ছবিটি । সেখানে রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে ।

ভোপাল : পরবর্তী ছবি 'ছোরি'-র শুটিং শুরু করলেন নুসরত ভারুচা । এটি একটি হরর ছবি । মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে ছবির শুটিং করা হবে বলে জানা গিয়েছে ।

গতকাল মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ জেলার পিপারিয়াতে একটি আখ ক্ষেতের মধ্যে পুজোর আয়োজন করা হয়েছিল । আর ক্ষেতের মধ্যে বসেই পুজোতে যোগ দিতে দেখা গিয়েছে কলাকুশলীদের । পুরোহিত সহ একাধিক কুলাকুশলীর পরনে ছিল PPE ।

asdasd
.

ডিসেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গাতে এই ছবির শুটিং করা হবে । আর কয়েকটি অংশের শুটিং করা হবে মুম্বইতে ।

মধ্যপ্রদেশের গ্রাম্য এলাকা ও আখ ক্ষেতের মধ্যেই হবে ছবির বেশিরভাগ অংশের শুটিং । আর একটা গ্রাম্য পরিবেশ তৈরি করার জন্য আলাদাভাবে সেটের মধ্যেই তৈরি করা হয়েছে আস্ত একটা গ্রাম ।

asd
.

'ছোরি' আসলে মারাঠি ছবি 'লাপাছাপি'-র হিন্দি রিমেক । 'ছোরি' পরিচালনা করছেন বিশাল ফুরিয়া । প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিক্রম মলহোত্রা ও জ্যাক ডেভিস । আর এই ছবির মাধ্যমেই প্রথমবার হরর ছবিতে কাজ করছেন নুসরত । এর আগে 'ড্রিম গার্ল' ও 'পেয়ার কা পঞ্চনামা' ছবিতে অভিনয় করেছেন তিনি ।

'ছোরি' হরর ছবি হলেও এর মধ্যে রয়েছে সামাজিক বার্তাও । সেখানে নুসরত ছাড়াও দেখা যাবে মিতা বসিস্ত, রাজেশ জৈস ও সৌরভ গোয়ালকে ।

asd
'ছলাং' ছবিতে রাজকুমার ও নুসরত

কাজের দিক থেকে মাত্র কয়েকদিন আগেই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে নুসরতের 'ছলাং' ছবিটি । সেখানে রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.