ETV Bharat / sitara

কৃতির কোয়ারেন্টাইন হেয়ারকাট

আলিয়া ভাটের পর এবার কৃতি স্যানন । কোয়ারেন্টাইনে ভালোবাসার মানুষকে দিয়ে চুল কাটালেন অভিনেত্রী । না না, অন্যকিছু ভাববেন না । কৃতির ভালোবাসার মানুষ তাঁর বোন নুপূর স্যানন ।

kriti sanon haircut
kriti sanon haircut
author img

By

Published : May 21, 2020, 10:59 PM IST

মুম্বই : লকডাউন বলে বন্ধ পার্লার । কিন্তু চুল বেড়ে তো যা-তা অবস্থা । তাই বাড়ির লোককে দিয়ে চুল কাটাচ্ছেন সেলেব্রিটিরা । কৃতি স্যাননের চুল কেটে দিলেন তাঁর বোন নুপূর ।

ভিকি কৌশল, আলিয়া ভাট, রাধিকা আপ্তের পর এবার কৃতি । বোনকে দিয়ে চুল কাটালেন তিনি । নুপূর বেশ উপভোগ করলেও, কৃতি প্রথমটায় বেশ ভয় পাচ্ছিলেন । কিন্তু, চুল কাটার শেষে ভীষণ পছন্দ হয়েছে তাঁর নতুন হেয়ারকাট ।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "একটুর জন্য বেঁচে গেছি । শেষ অবধি দেখুন ভিডিয়োটা । কোনওদিন এত ছোটো চুল রাখিনি । কিন্তু আমার দারুণ লেগেছে । এমন একটা রিফ্রেশিং হেয়ারকাটের জন্য় ধন্য়বাদ নুপূর ।"

নুপূর আবার লিখেছেন, "বোন বলে ছেড়ে দিলাম, ভাই হলে..." একগুচ্ছের ইমোজি দিয়েছেন তিনি । দেখে নিন ভিডিয়ো..

মুম্বই : লকডাউন বলে বন্ধ পার্লার । কিন্তু চুল বেড়ে তো যা-তা অবস্থা । তাই বাড়ির লোককে দিয়ে চুল কাটাচ্ছেন সেলেব্রিটিরা । কৃতি স্যাননের চুল কেটে দিলেন তাঁর বোন নুপূর ।

ভিকি কৌশল, আলিয়া ভাট, রাধিকা আপ্তের পর এবার কৃতি । বোনকে দিয়ে চুল কাটালেন তিনি । নুপূর বেশ উপভোগ করলেও, কৃতি প্রথমটায় বেশ ভয় পাচ্ছিলেন । কিন্তু, চুল কাটার শেষে ভীষণ পছন্দ হয়েছে তাঁর নতুন হেয়ারকাট ।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "একটুর জন্য বেঁচে গেছি । শেষ অবধি দেখুন ভিডিয়োটা । কোনওদিন এত ছোটো চুল রাখিনি । কিন্তু আমার দারুণ লেগেছে । এমন একটা রিফ্রেশিং হেয়ারকাটের জন্য় ধন্য়বাদ নুপূর ।"

নুপূর আবার লিখেছেন, "বোন বলে ছেড়ে দিলাম, ভাই হলে..." একগুচ্ছের ইমোজি দিয়েছেন তিনি । দেখে নিন ভিডিয়ো..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.