ETV Bharat / sitara

টুইটারে ট্রেন্ড #WeWantAnnouncementSRK, শাহরুখের কাছে আবেদন ভক্তদের - announcement for new film

নতুন ছবিতে সাইন করার জন্য আবেদন জানিয়ে টুইট করা শুরু করেছে শাহরুখের ভক্তরা । যা পরিণত হয়েছে ট্রেন্ডে । কিং খানকে সিলভার স্ক্রিনে ফের দেখার জন্য উৎসুক তাঁর ভক্তরা ।

শাহরুখ খান
author img

By

Published : Sep 10, 2019, 10:38 AM IST

মুম্বই : বিভিন্ন ছবিতে সাইন করার গুজব কয়েকদিন আগেই উড়িয়ে দিয়েছেন শাহরুখ খান । জানিয়ে দিয়েছেন, বর্তমানে কোনও ছবি করছেন না তিনি । নতুন ছবিতে সাইন করার জন্য আবেদন জানিয়ে টুইট করা শুরু করেছে শাহরুখের ভক্তরা । যা পরিণত হয়েছে ট্রেন্ডে ।

গতকাল টুইটারে #WeWantAnnouncementSRK ট্রেন্ড দেখা যায় । কিং খানের ভক্তরা তাঁর পরবর্তী ছবি সম্পর্কে জানাতে আবেদন করে । অভিনেতাকে শেষবার 'জ়িরে'-তে অনুষ্কা ও ক্যাটরিনার সঙ্গে দেখা গেছে । যদিও দর্শকের মনে দাগ কাটতে পারেনি ছবিটি । কিন্তু কিং খানকে সিলভার স্ক্রিনে ফের দেখার জন্য উৎসুক তাঁর ভক্তরা ।

একজন ইউজ়ার টুইট করেন, "সবচেয়ে বড় সুপারস্টারদের মধ্যে একজন আপনি । ব্যর্থতার পরও মানুষ আপনার পরবর্তী ছবি সম্পর্কে জানতে চাইছে । আমরা আপনাকে বছরে একবার হলেও দেখতে চাই । লম্বা বিরতিতে আপনি বা আপনার ভক্ত কেউই অভ্যস্ত নয় ।"

srk
টুইটারে ট্রেন্ড #WeWantAnnouncementSRK

আর একজন ভক্ত টুইট করেন, "একজন স্টার ও একজন ভক্তের মধ্যে বিশেষ সম্পর্ক থাকে । আমরা ভক্তরা সবকিছু দিয়েছি । আমরা অনেক অপেক্ষা করেছি । আমরা আপনাকে মিস করছি । এবার তো আসুন..."

srk
টুইটারে ট্রেন্ড #WeWantAnnouncementSRK

একজন ইউজ়ার একটি ভিডিয়ো শেয়ার করেন লেখেন, "আপনি যখন আপনার নতুন ছবির ঘোষণা করবেন তখন এটা হবে । চারিদিকে দিবানগি থাকবে ।"

অন্য আর একজন ভক্ত লেখেন, "দয়া করে স্যর, আমরা আপনাকে খুব মিস করছি । আমি জানি আপনি আপনার পরিবারের জন্য সময় বের করছেন । কিন্তু এখন অনেক সময় হয়ে গেছে । বড় পরদায় আপনাকে মিস করছি । লাভ ইউ ।"

srk
টুইটারে ট্রেন্ড #WeWantAnnouncementSRK

মুম্বই : বিভিন্ন ছবিতে সাইন করার গুজব কয়েকদিন আগেই উড়িয়ে দিয়েছেন শাহরুখ খান । জানিয়ে দিয়েছেন, বর্তমানে কোনও ছবি করছেন না তিনি । নতুন ছবিতে সাইন করার জন্য আবেদন জানিয়ে টুইট করা শুরু করেছে শাহরুখের ভক্তরা । যা পরিণত হয়েছে ট্রেন্ডে ।

গতকাল টুইটারে #WeWantAnnouncementSRK ট্রেন্ড দেখা যায় । কিং খানের ভক্তরা তাঁর পরবর্তী ছবি সম্পর্কে জানাতে আবেদন করে । অভিনেতাকে শেষবার 'জ়িরে'-তে অনুষ্কা ও ক্যাটরিনার সঙ্গে দেখা গেছে । যদিও দর্শকের মনে দাগ কাটতে পারেনি ছবিটি । কিন্তু কিং খানকে সিলভার স্ক্রিনে ফের দেখার জন্য উৎসুক তাঁর ভক্তরা ।

একজন ইউজ়ার টুইট করেন, "সবচেয়ে বড় সুপারস্টারদের মধ্যে একজন আপনি । ব্যর্থতার পরও মানুষ আপনার পরবর্তী ছবি সম্পর্কে জানতে চাইছে । আমরা আপনাকে বছরে একবার হলেও দেখতে চাই । লম্বা বিরতিতে আপনি বা আপনার ভক্ত কেউই অভ্যস্ত নয় ।"

srk
টুইটারে ট্রেন্ড #WeWantAnnouncementSRK

আর একজন ভক্ত টুইট করেন, "একজন স্টার ও একজন ভক্তের মধ্যে বিশেষ সম্পর্ক থাকে । আমরা ভক্তরা সবকিছু দিয়েছি । আমরা অনেক অপেক্ষা করেছি । আমরা আপনাকে মিস করছি । এবার তো আসুন..."

srk
টুইটারে ট্রেন্ড #WeWantAnnouncementSRK

একজন ইউজ়ার একটি ভিডিয়ো শেয়ার করেন লেখেন, "আপনি যখন আপনার নতুন ছবির ঘোষণা করবেন তখন এটা হবে । চারিদিকে দিবানগি থাকবে ।"

অন্য আর একজন ভক্ত লেখেন, "দয়া করে স্যর, আমরা আপনাকে খুব মিস করছি । আমি জানি আপনি আপনার পরিবারের জন্য সময় বের করছেন । কিন্তু এখন অনেক সময় হয়ে গেছে । বড় পরদায় আপনাকে মিস করছি । লাভ ইউ ।"

srk
টুইটারে ট্রেন্ড #WeWantAnnouncementSRK
Intro:Body:

SRK trend in twitter


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.