মুম্বই : বন্ধুত্বের কথা বললে বলিউড ইন্ডাস্ট্রি সবসময়ই আলাদা বন্ধুত্বের লক্ষ্য সেট করে । বি-টাউনের কয়েকটি জনপ্রিয় বন্ধুত্বের জুটির মধ্যে অন্যতম অভিনেত্রী নেহা ধুপিয়া ও সোহা আলি খানের জুটি । কিন্তু শুক্রবার এই বন্ধুত্বে ধরেছে ভাঙন । তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন ।
কী এমন হল যে এই গভীর বন্ধুত্বে ভাঙন ধরল ? কেন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করলেন তাঁরা ?
মর্ডান ডে বন্ধুত্বের এখন প্রথম ধাপই হল ফেসবুক বা ইনস্টাগ্রাম । আর বি-টাউনের বন্ধুত্বে ইনস্টাগ্রাম তো একটা আলাদাই জায়গা রাখে । তাই ইনস্টাগ্রামে নেহা ও সোহা একে অপরকে আনফলো করে দেওয়ায় সোশাল মিডিয়ায় তা চর্চার বিষয় হয়ে ওঠে । সকলের মনে হয় তাঁদের মধ্যে বন্ধুত্ব শেষ হয়ে গেছে ।
- View this post on Instagram
Unfollowed but Friends for real @nehadhupia #FriendsUnplugged @vodafoneindia #happyfriendshipday❤️
">
কিন্তু এই দু'জনের বন্ধুত্ব শুরুই হয় #ফ্রেন্ডস আনপ্লাগ্ডের মাধ্যমে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই #ফ্রেন্ডস আনপ্লাগ্ড কী ?
সোহা আলি খান ও নেহা ধুপিয়া দু'জনই ফ্রেন্ডশিপ ডে'র জন্য 'ভোডাফোনইন্ডিয়া'-র প্রোমোশন করছিলেন । যে কারণেই তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন । কারণ ভোটাফোনের থিম ছিল বন্ধু শুধু সোশাল মিডিয়ার জন্য নয়, আসল জীবনের জন্য হয় ।
সোশাল মিডিয়ায় এই নিয়ে হাঙ্গামার মধ্যে মজাদার বিষয় হল, সবাইকে শকিং করে ইন্টারেস্টিং উপায়ে সবাইকে ফ্রেন্ডশিপ ডে'র শুভেচ্ছা জানালেন নেহা ও সোহা ।