ETV Bharat / sitara

NCB-র নিশানায় এবার করণের ধর্ম প্রোডাকশন - karan johar latest news

করণ জোহরের প্রোডাকশন হাউজ় ধর্ম প্রোডাকশনের ডিরেক্টর ও একজ়িকিউটিভ ডিরেক্টর ক্ষিতিজ রবি প্রসাদকে তলব করল নারকোটিকস কন্ট্রোল বিওরো ।

karan johar latest news
karan johar latest news
author img

By

Published : Sep 24, 2020, 2:27 PM IST

Updated : Sep 24, 2020, 3:55 PM IST

মুম্বই : এবার NCB-র নিশানায় এবার করণ জোহরের ধর্ম প্রোডাকশন । প্রোডাকশন হাউজ়ের ডিরেক্টর ও এগজ়িকিউটিভ ডিরেক্টর ক্ষিতিজ রবি প্রসাদকে তলব করল নারকোটিকস কন্ট্রোল বিওরো ।

শুক্রবার অর্থাৎ 25 সেপ্টেম্বর NCB-র দপ্তরে যাবেন রবি । বলিউডের মাদক চক্র সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করা হবে তাঁকে ।

তবে কিছু সংবাদমাধ্যম রটানো শুরু করে যে, রবির বাড়িতে নাকি NCB অফিসাররা রেড করেছেন । তবে সেই খবর ভুল বলে জানানো হয়েছে কয়েকজন অফিসারদের তরফে ।

করণ জোহরের বাড়িতে হওয়া একটি পার্টির ভিডিয়ো ভাইরাল হয় গত বছর । সেখানে উপস্থিত তারকাদের দেখে মনে হচ্ছিল যে তাঁরা মাদকের নেশায় বুঁদ হয়ে আছেন । সেই সময় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও তারকারা বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন ।

সুশান্ত মামলায় একাধিকবার জড়িয়েছে করণ জোহরের নাম । কখনও অভিযোগ উঠেছে তিনি নাকি দায়িত্ব নিয়ে প্রয়াত অভিনেতার ক্যারিয়ার নষ্ট করেছিলেন, তো কখনও অভিযোগ উঠেছে তিনি নিজের টক শোয়ে ইচ্ছে করে অপমান করেছেন সুশান্তকে ।

যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি করণ ।

মুম্বই : এবার NCB-র নিশানায় এবার করণ জোহরের ধর্ম প্রোডাকশন । প্রোডাকশন হাউজ়ের ডিরেক্টর ও এগজ়িকিউটিভ ডিরেক্টর ক্ষিতিজ রবি প্রসাদকে তলব করল নারকোটিকস কন্ট্রোল বিওরো ।

শুক্রবার অর্থাৎ 25 সেপ্টেম্বর NCB-র দপ্তরে যাবেন রবি । বলিউডের মাদক চক্র সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করা হবে তাঁকে ।

তবে কিছু সংবাদমাধ্যম রটানো শুরু করে যে, রবির বাড়িতে নাকি NCB অফিসাররা রেড করেছেন । তবে সেই খবর ভুল বলে জানানো হয়েছে কয়েকজন অফিসারদের তরফে ।

করণ জোহরের বাড়িতে হওয়া একটি পার্টির ভিডিয়ো ভাইরাল হয় গত বছর । সেখানে উপস্থিত তারকাদের দেখে মনে হচ্ছিল যে তাঁরা মাদকের নেশায় বুঁদ হয়ে আছেন । সেই সময় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও তারকারা বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন ।

সুশান্ত মামলায় একাধিকবার জড়িয়েছে করণ জোহরের নাম । কখনও অভিযোগ উঠেছে তিনি নাকি দায়িত্ব নিয়ে প্রয়াত অভিনেতার ক্যারিয়ার নষ্ট করেছিলেন, তো কখনও অভিযোগ উঠেছে তিনি নিজের টক শোয়ে ইচ্ছে করে অপমান করেছেন সুশান্তকে ।

যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি করণ ।

Last Updated : Sep 24, 2020, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.